আমাদের কথা খুঁজে নিন

   

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনিং, লিবরা ইনফিউশন ও অ্যাটলাস বাংলা লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১১ তারিখে সমাপ্ত বছরের জন্যে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে। জুট স্পিনিং ২০ শতাংশ নগদ লভ্যাংশ, এটলাস বাংলা ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার, লিবরা ইনফিউশন ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া অলটেক্স আর্থিক বিবরনী পর্যালোচনা করলেও সমাপ্ত বছরের জন্যে কোন লভ্যাংশ দিতে পারেনি। জুট স্পিনিং মিলের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪৮ টাকা ৭২ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৯৬ টাকা ২০ পয়সা।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, সকাল ১০টায়। স্থান কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। রেকর্ড তারিখ ১৩ নভেম্বর। এটলাস বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৬ টাকা ৭৭ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৫৬ টাকা ২৬ পয়সা। এটলাস বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর, সকাল ১১টায়।

স্থান ২৬৫-২৬৭ টঙ্গি শিল্প এলাকার কোম্পানি কার্যালয়ে। রেকর্ড তারিখ ২২ নভেম্বর। লিবরা ইনফিউশনের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৬ টাকা ২৫ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১ হাজার ৯৬০ টাকা ৬১ পয়সা। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, সকাল ১১টায়। স্থান মিরপুর-২ রূপনগরে প্রতিষ্ঠানের কর্পোরেট কার্যালয়ে ।

রেকর্ড তারিখ ৯ নভেম্বর। অলটেক্স জানিয়েছে, প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০৩ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২৪৭ টাকা ৩৫ পয়সা। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর, সকাল ১১টায়। স্থান নারায়নগঞ্জের রূপগঞ্জে কারখানা প্রাঙ্গণ। রেকর্ড তারিখ ৮ ডিসেম্বর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।