আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর হাতে বন্ধু খুন

আতাইকুলার পল্লীতে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে থানার মধুপুর গ্রামে। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার এসআই আবদুল জলিলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাগর (১৮)কে গ্রেপ্তার করেছে। সাগর মধুপুর গ্রামের ওহিদুলের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল জলিল জানান, গ্রেপ্তারকৃত আসামি সাগর খুনের সঙ্গে জড়িত বলে গতকাল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সাগরের বরাত দিয়ে এসআই জলিল বলেন, মোবাইলকে কেন্দ্র করে সাগর ও ইমরানের মধ্যে দ্বন্দ্বের জের হিসাবে স্কুলছাত্র ইমরান খুন হয়। ইমরানের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত সাগর গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ইমরানকে ফুসলিয়ে মধুপুর গ্রামে নিয়ে যায় বলে ইমরানের পারিবারিক সূত্রে জানা যায়। বুধবার সকালে মধুপুর মহিলা মদরাসার পাশে হলুদ খেত থেকে পুলিশ ইমরানের লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।