আমাদের কথা খুঁজে নিন

   

চীনে শ্রমিক মজুরি বৃদ্ধির সুবিধা পাবে বাংলাদেশ

নেট চীনে শ্রমিকদের বেতন বৃদ্ধির সুবিধা পাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। চীনে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে শতকরা ২১ দশমিক ৭ ভাগেরও বেশি। গতকাল এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলেছে- দেশটির বেশির ভাগ এলাকায় শ্রমিকদের গড় বেতন সেপ্টেম্বরের শেষে বাড়িয়ে হয়েছে ওই হারে। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২১টিতেই ওই হারে শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেয়া হয়েছে।

বিশ্বে আরেক দফা অর্থনৈতিক মন্দার কথা শোনা যাচ্ছে। ঠিক তখনই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন। এর অর্থ হলো- এতদিন চীনকে বিশ্বের সবচেয়ে সস্তা শ্রমবাজার ধরা হতো। সে জন্য তৈরী পোশাকের কাজগুলো সেখানেই চলে যেতো। কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি করায় সেই কাজ তারা হারাবে।

পরামর্শক সংস্থা কেপিএমজি’র মতে, এর ফলে সুবিধা পাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। হংকংয়ের পাশেই শেনচেন শহরে শ্রমিকদের মাসের মজুরি সর্বোচ্চ দেয়ার ঘোষণা দিয়েছে। এর পরিমাণ ২০৭ ডলার। তবে পেইচিংই সবচেয়ে ভাল প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, প্রতি ঘণ্টায় শ্রমিককে দেয়া হবে ২ ডলার করে।

কেপিএমজি বলেছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকদের যে মজুরি তার চার গুণেরও বেশি মজুরি দেয়া হচ্ছে চীনে। তবে চীন তার উৎপাদন ও অবকাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে এই মজুরি বৃদ্ধি করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।