আমাদের কথা খুঁজে নিন

   

কে এই দেশপ্রেমিক?

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে মুখে কৃত্রিম অবাক করা ভাব নিয়ে “চ্যানেল নোজ-হৃদয়ে কলকাতা” টিভির সুন্দরী সাংবাদিক জিজ্ঞেশ করলেন, “কে এই দেশ প্রেমিক?” পিছন থেকে একে একে বলে উঠল, জিপিঃ আপা আমি দেশপ্রেমিক, কারন তুলনামুলক বেশি দামে ইন্টারনেট দেই যাতে করে ছেলেরা ব্যান্ডউইথ এর মায়ায় পর্নোগ্রাফি ওয়েবসাইট ভিজিট করতে না পারে রবিঃ আপা আমি দেশপ্রেমিক, কারন আমার কচ্ছপের গতির ইন্টারনেট ছেলেমেয়েদেরকে ধৈর্য্য নামক মহৎ গুন অর্জনে সাহায্য করে। বাংলালিঙ্কঃ আপা আমি দেশপ্রেমিক, কারন বাংলালিঙ্ক দামে(!!) ইন্টারনেট একমাত্র আমি দেই। আর আমার ধীর গতির ইন্টারনেট নিয়ে যে যাই বলুক আমি বিশ্বাস করি, “স্লো এন্ড স্টিডি উইনস দ্যা রেস” এয়ারটেলঃ আপা আমি দেশপ্রেমিক কারন, আমার ৫ কেবিপিএস এর ইন্টারনেট দিয়ে কেউই ফেসবুকে গিয়ে সময় নষ্ট করার সাহস দেখায় না। আর এভাবেই আমি লক্ষ লক্ষ শ্রমঘন্টা বাচাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।