আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেন ট্যাক্স দিবো?

Sometimes distance is required to feel the person more intensely.. কিছুদিন পূর্বে আমরা মহা আড়ম্বরে পালন করলাম আয়কর মেলা। কত বড়লোক আসলো সেই মেলায় এবং ট্যাক্স দিলো তা তো দেখলাম ই। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত এর মাঝে যারা আছেন সবাইকে ট্যাক্স দেওয়ার জন্য উৎসাহিত করা হলো এবং বিশেষ বিশেষ জায়গা থেকে ট্যাক্স আদায় করে ছাড়া হলো। মন্ত্রী মিনিস্টার, সরকারী বড় আমলা, বড় শিল্পপতি, ব্যবসায়ী, ধনী রা কেমন ট্যাক্স দিলো তা জনসাধারণের সামনে আসে নাই। হয়তবা তারা দিয়েছে তবে সম্পূর্ণ টা নয়।

তাদের এত টাকা আছে যে তারা ইচ্ছা করলেই পুরো ট্যাক্সের বদলে ইনকাম ট্যাক্সের লোকজনকে টাকা খাইয়ে কিছু দিয়ে বাকীটা ফাকি মারতে পারে। কেউ ফাকি দেয় আবার কেউ দেয়না। যাদের পকেটে টাকা আছে তারা ট্যাক্‌স দেয়াটা প্রয়োজন মনে করলে দেয় না মনে করলে দেয় না। কিন্তু যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের তারা কিভাবে এত বিশাল পরিমাণে ট্যাক্স এফোর্ড করবে তা সত্যিই চিন্তার বিষয়। আমার সাধারণ একটা সুই থেকে শুরু করে যা ই কিনিনা কেন প্রতিটি জায়গায় ১৫% কর দিয়ে আসছি।

অর্থাৎ ১০০০ টাকার বাজার করলে অতিরিক্ত ১৫০ টাকা দিতে হবে। জীবনের প্রতিটি এক্সপেনডিচারে এত টাকা ট্যাক্স দেয়ার পরও যদি সরকারকে আবার একটা বিরাট অংকের টাকা বাৎসরিক উপহার দিতে হয় তবে তারা যাবে কোথায়? যারা বিক্রেতা তারা আমাদের কাছ থেকে কর নিয়ে তাদের টা পরিশোধ করছে। কিন্তু আমরা বেতন নেওয়ার সময় তো আমাদের ১৫% অতিরিক্ত দেওয়া হচ্ছেনা। আমরা ঘরে বাইরে সব জায়গায় স্বল্প আয়ের মধ্যে থেকেও পূর্ণাঙ্গ ট্যাক্স দিবো আবার সরকারের আমাদের প্রতি যে দায়িত্ব আছে সেটাও ঠিক মত পাবোনা; এটা কেমন ব্যাপার। বিভিন্ন বিলাস দ্রব্যের উপর থেকে শুল্ক উঠিয়ে তা আম‍াদের উপর দিয়ে আদায় করা হবে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখে যাবো!!! যাদের টাকা আছে তারা দেয়না আর সেটার ভার বহন করছি আমরা যাদের টাকা নেই।

সত্যিই কি সেলুকাস!!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।