আমাদের কথা খুঁজে নিন

   

সব সফল মানুষের পেছনে ব্যার্থতার ইতিহাস লুকিয়ে থাকে, হিলারীর ইতিহাসটা কি?

খুঁজছি..... কথাটা মনে পড়ল সেদিন পত্রিকায় একটা ছবি দেখে। হিলারী ক্লিনটন আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রি হিনা খার রাব্বানির ছবি দেখে ভাবছিলাম "বর্তমান সময়ের নৃশংস ডাইনি হিসেবে হিলারীর সফল আত্মপ্রকাশের পেছনে কি ধরনের ব্যার্থতার ইতিহাস লুকিয়ে থাকতে পারে"। যদিও আমি ডাইনি বলছি কিন্তু পৃথিবীর দুই মহাদেশের বেশীরভাগ মানুষের কাছে হিলারী একজন সফল রাজনৈতিক নেতা হিসেবে গণ্যমান্য এবং ক্ষমতাধর একজন সফল নারী রাজনীতিবিদ। ছবিতে হিনা খার রাব্বানীর লাজুক দৃষ্টি আর হাসি দেখে মনে হচ্ছিল একটা বুনো বেড়ালকে অবশেষে বসে এনে ফেলেছেন হিলারী নামের ডায়নি। তিনি ইতিমধ্যে মার্কিনী রক্তলিপ্সু শাসকদের সর্বাপেক্ষা সফল কুটনীতিক।

যে ঠান্ডা মাথায় মানুষ হত্যার অনুমতি দিতে পারে ডেমোক্রেটিক কায়দায়। যে কায়দায় নিজেদের সৈনক্ষয় না করেই রক্তের বন্যা বইয়ে দেয়া যায় এবং সফলভাবে স্বার্থসিদ্ধ হয়। ছোটখাটো ব্যার্থতা মানুষ কাটিয়ে ওঠে; নিজেকে আবারো গুছিয়ে নেয়। কিন্তু, হিলারীর এই গর্বগ্রাসী প্রতিহিংসার পেছনে নিশ্চয়ই বড় কোন পরাজয়ের ইতিহাস রয়েছে, রয়েছে এমন কোন অপরাধ বোধের ইতিহাস যার প্রভাবে হিলারী এমনকি আয়নার সামনেও নিজেকে ঠিক মানুষের অবয়বে দেখতে পারেন না। তাই তিনি নিজেকে মানুষ হিসেবে প্রমান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর ফলে আমেরিকা আর ইউরোপের কিছু মানুষ হয়ত তাকে মানুষ বলেই ভাবছেন কিন্তু ইতিহাস বড়ই খতরনাক জিনিস, মানুষ আর অমানুষ খুজে বের করার তার নিজস্ব সেনাবাহিনী আছে, যারা মার্কিন মেরিন সেনাদের চাইতেও ভয়ংকর এবং নির্মম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।