আমাদের কথা খুঁজে নিন

   

শীত বসন্ত

গুরু কনকনে শীতে জবুথবু, আর আমরা গোলাপ উদ্যানে বসন্ত উৎসবে মাতোয়ারা-এ যে বড়ই বেমানান।গুরুদক্ষিণা বলেএকটা বিষয় আছে না।ওনাদের কাছ থেকে কত তন্এ, মন্ত , অধিকারের কথা শিখেছি। আমাদের ঘরে কি থেকে কি হয়ে গেলো, গুরুরা নাম দিলেন বসন্ত। তামাম জাহানের মানুষ বসন্তপৃয়। আমাদের হঠাৎআসা বসন্ত গুরুগৃৃহে ছড়িয়ে পড়ুক।এমনি না আসলে রপ্তানি করা উচিত। হাজার হোক গুরুক তো আর শীতে কাবু হয়ে মরতে দেয়া যায় না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।