আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ ৫

এবার বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ৯৬ শতাংশ, গতবছর যা ছিল ৯১ দশমিক ৭৮ ভাগ।
তবে এবার জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে।   জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী, যা গতবছর  ছিল ২ হাজার ৬১১ জন।
বৃহস্পতিবার বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো আব্দুল মান্নান খান ২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫৮ হাজার ৫০৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে পাশ করেছে ৫২ হাজার ৪৫ জন।
সার্বিক ফলাফলে সিলেট বোর্ডে প্রথম হয়েছে সিলেট ক্যাডেট কলেজ।
বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৯০ দশমিক ৫৪, হবিগঞ্জে ৮৬ দশমিক ৮৭, মৌলভীবাজারে ৮৮ দশমিক ৮৬ ও সুনামগঞ্জে ৮৭ দশমিক ৮২ শতাংশ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মনির উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল আহমদ প্রমুখ।
বোর্ডে ব্লু-বার্ড হাইস্কুল থেকে সবচেয়ে বেশি ১৫৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ১৪৮ জন।
বোর্ডের ৭৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টি শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। কেউ পাশ করেনি এমন স্কুল নেই।
এবার এ বোর্ডে পাশের হারে ছেলেরা এগিয়ে রয়েছে। মোট ২৫ হাজার ৯৪২ জন ছেলে, যার মধ্যে পাশ করেছে ২৩ হাজার ৪৮৮।

পাশের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ।
পরীক্ষায় ৩২ হাজার ৫৬৪ জন মেয়ে অংশ নেয়। পাশ করেছে ২৮ হাজার ৫৫৭ জন। পাশের হার ৮৭ দশমিক ৭০ শতাংশ।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের হার কিছুটা কমেছে, তবে জিপিএ ৫ বড়েছে।


পাসের হার কমার পেছেনে মেয়েদের খারাপ ফল এবং পরীক্ষা চলাকালে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন তিনি।
সিলেট বোর্ডের সেরা ২০ স্কুল
পাশের হার ও জিপিএ ৫ সহ ছয়টি সূচকে সিলেট শিক্ষাবোর্ডের সেরা ২০টি স্কুল হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের সরকারি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের ন্যাচরাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরী স্কুল, সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সিলেটের আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল, মৌলভীবাজারের রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।