আমাদের কথা খুঁজে নিন

   

" সাম্প্রদায়িক রাজ্য "

জীবনের সত্যগুলো ধীরে ধীরে মিথ্যা হয়ে যাচ্ছে_______ সাম্প্রদায়িক শব্দটা আজকাল বড্ড বেশী আলোচিত সভা, সেমিনার আর টক শো যাই বলো না কেন ‘সাম্প্রদায়িক’ আজও একটা চাপা অহংকার নিয়ে বেঁচে আছে । সাম্প্রদায়িকতার শৃঙ্খলে শৃঙ্খলিত চারিদিক অথচ শব্দটি নিয়ন্ত্রিত শিল্পের রূপে রূপায়িত হচ্ছে প্রতিনিয়ত । দীর্ঘ আদিম কালে যে বীজ বোনা হয়েছিলো রক্তে তা আজও টগবগ করে ফুটছে । কড়িকাঠে মনুষ্যত্বের বলি চড়িয়ে কপচাচ্ছি সাম্প্রদায়িকতার বুলি আকাশ-বাতাস জয় জয়কার ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত করছি মানবতার মুখোশ পরে নির্লজ্জ ভাবে । পুরুষত্বের বীর্যের তেজ আজি পরীক্ষণীয় সাম্প্রদায়িক যুদ্ধ ঘোষণা করে ।

এর শেষ কোথায় ? অথচ চোখ মেলছি না, বাগানের অসাম্প্রদায়িক সদ্য প্রস্ফুটিত ফুলগুলোর দিকে কিংবা রাস্তায় ষাটোর্ধ বৃদ্ধ রিকশা চালকের দিকে । দেখছি না – অভুক্ত শীর্ণ শরীরধারী টোকাই নামি হাজারো অসাম্প্রদায়িক শিশুকে যারা সাম্প্রদায়িক তেজে বলিয়ান বীর্যের বিলাসী কোন এক রাতের অপ্রত্যাশিত ফসল । এরা কি হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ নাকি মুসলমান ? এসব প্রশ্নে এরা দিকভ্রান্ত নয় এদের চোখে-মুখে ক্ষুধার রাজ্য, এদের চর্ম-হাড় সর্বস্ব দেহে শত ফুটো জীর্ণ কাপড় । ওরা দিকভ্রান্ত ক্ষুধা নিয়ে, স্বপ্নহীন জীবন নিয়ে ওরা লালায়িত এক টুকরা শীতের কাপড়ের জন্য কিন্তু ওরা কস্মিন কালেও ‘সাম্প্রদায়িক’ নামের বর্বর শব্দটার আবেগে আপ্লুত হয়নি । তবে ওরা সবাই সাম্প্রদায়িক ন্যাকা ভাবধারী পুরোহিতের পবিত্র উপাসনালয় হতে নিগৃহীত ।

ওরা বাঁচতে চেয়েছে বেঁচে থাকার জন্য কোন অহংকারী, নিষ্কর্মা, অদৃশ্য দেবতার কৃপার জন্য নয় । পাবনা-২২/০২/১৩  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।