আমাদের কথা খুঁজে নিন

   

চোখ উপরে ফেলবো, তবু নতুন স্বপ্ন নয়

আমার উরুর ফাঁকে যে দাগ আছে তা যদি তোমাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতে, আমরা কতটা অত্যাচারিত। আমাদের আঙ্গুলের টিপে তোমরা চড়ে বস আমাদের মাথায় অদ্ভুৎ লজ্জাহীন ভুতের মতো- চুষে নাও আমাদের শরীরের রক্ত ফেঁপে ওঠে তোমাদের রঙিন জীবন, আমরা শুকাই ঝড়ে বাজ পরা পাতা-হীন গাছের মতো। দরিদ্রের ছেঁড়া পকেট থেকে টাকা নিয়ে তোমাদের অন্যায় আদরে বেড়ে ওঠা- ছেলেমেয়েরা বাস বা সহবাস করছে পৃথিবী স্বর্গ খ্যাত দেশগুলোতে তোমাদের কি !,আমরা তো আছিই...! তোমাদের প্রতিদিনের নাস্তা টেবিলের উপসর্গ হতে। নিয়ম করে প্রতিদিন রক্ত পান না করলে, তোমাদের শরীরে ব্যমো হয়! আর কত দিন ? কতদিন তোমাদের গনতন্ত্রের চাবুক সপাং সপাং শব্দে বাতাস ভারী করবে ! এই কি তাদের স্বপ্ন ছিল? গুলি খেয়ে যারা পানার মতো ভেসে গ্যছে নাম না জানা খাল বেয়ে- ওয়ারিস থেকে যারা হয়েছে বেওয়ারিস, মাছির ভনভন শব্দ যাদের- পচে গলে যাবার খবর ছড়িয়েছিল বাতাসে, সেই মেয়েটিকে কি জবাব দেবে? যার শিশুটি স্তন্যবতী মায়ের অভাবে আকাশের দিকে তাকিয়ে,শুকিয়ে কাঠ হওয়া জিহবা দেখিয়ে, বিধাতাকে ভেঙচি কেটেছিল ? তোমরা রক্ত চোষা কুৎসিত ভুত, গিরগিটি- সময় ও অবস্থার সাথে যাদের রং পাল্টায়। সেই অন্ধ বাবাকে কি জবাব দেবে- ছেলে ফিরবে বলে, এখনো যে অহর্নিশ হাতরে ফেরে বাজার,পথ,প্রান্তর ছেলে ভেবে অন্যদের জরিয়ে ধরে লাঞ্চিত হয় ভরা স্টেশানে ? তোমরা মানবতাবাদী ইতর, মানুষ পেসার কল। কি জবাব দেবে ওই বদ্ধ মাতালকে - বিয়ের দ্বিতীয় রাতে যার ফুলের মতো নিঃস্পাপ বধুটিকে তুলে নিয়ে গিয়েছিল হেলমেট পরা নেকড়ের দল ? তাদের ত্যাগের এই প্রতিদান ! তোমরা সুবিধাবাদী অবিবেচক ভন্ডের দল । বেশ্যাও তার খোদ্দেরকে এভাবে ঠকায় না যা করেছো আমাদের সাথে- তোমরা পথ খেয়েছো, ঘাট খেয়েছো খেয়েছো বিচার,আইন,শাষন শিক্ষার বদলে হাতে দিয়েছ সদ্য চালানো বারুদের গন্ধ মাখা পিস্তল, ছেলেকে পাঠিয়েছো লাশ করে বোনকে ফেলে রেখে গ্যছো গহীন অরন্যে, সেঞ্চুরী উপভোগ করেছো বিদেশী দামি পানিও দিয়ে , এই কি তাদের মরা স্বপ্নের ভবিষ্যত ! তোমাদের কুকুরের মতো পালা বুদ্ধিজীবীদের মসাহেবিতে তোমাদের চোখে আজ ঠুলি পরেছে, চাটুকারের ঠোঁটের কোনায় জমে থাকা ময়লা থুথুর দিকে তাকাও, ওরা সবিধাবাদী। যারা স্বপ্ন দেখেছিল, তারা আজ কাঁদছে- স্বপ্ন ফল যদি এতো বিভৎস হয়- এতো কালো,এতো দুর্গন্ধে ভরা হয় আমরা সাধারন আজ শপথ নিলাম চোখ উপরে ফেলবো, তবু নতুন স্বপ্ন নয়। অদ্ভুত উটটিকে আজও থামানো গেলনা আমরা ক্লান্ত..... আমরা ক্লান্ত..... আমরা ক্লান্ত.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।