আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে ভূমিকম্পে শতাধিক নিহতের আশঙ্কা (এখন পর্যন্ত ৪৫ জন নিহত)

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিঊন................. ভিডিও সহ দেখুনঃ তুরস্কে আজ রোববার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।

তুরস্কের কান্দিলি অবজারভেটরি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাতোলিয়ান জানায়, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে গেছে এবং শতাধিক মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বেলা একটা ৪১ মিনিটের দিকে ইরান সীমান্তের কাছে তুরস্কের ভান শহরের ১৯ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ওই ভূকম্পন অনুভূত হয়। ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, সীমান্তের কাছাকাছি ইরানের ওরামিয়েহ, খোই ও সালমাস শহরে ছাড়াও ইরানের তাবরিজ শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা আনাতোলিয়ান জানায়, ভান শহরে কয়েকটি ভবন ধসে গেছে এবং জরুরি ভিত্তিতে কর্মকর্তারা ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

আশঙ্কা করা হচ্ছে, সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত ৫০ জনকে ভানের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কারণে টেলিফোন ও বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ১৯৯৯ সালে তুরস্কে রিখটার স্কেলে ৭-এর চেয়ে বেশি মাত্রার দুটি ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।

এএফপি, রয়টার্স ও বিবিসি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.