আমাদের কথা খুঁজে নিন

   

মাল্টিসিমের ফঁাকি!

ভালো লেখা লিখতে চাই। সমস্যা হল ভালোর সংজ্ঞা নিয়ে। দেখা যাক......... নীলিমা: (কোন ব্যাটা রে ফোনে?) হ্যালো...... কলার : ও মাই ডিয়ার, আছ ভালো? নীলিমা: রাখুন পেয়ার, আপনি ভাই, কে? কলার : তোমার জন্যে ঘুমায় না যে! নীলিমা: বলুন, ফোন করেছেন কেন? কলার : ওগো, রাগ করো না যেন! নীলিমা: কোন পিড়িতের কথা তবে? কলার : ঠাণ্ডা মাথায় বলতে হবে। নীলিমা: মাথায় ঢালুন ঠাণ্ডা পানি! কলার : ফোন কেটো না, ওগো, হানি! নীলিমা: লজ্জা নাই তোর, কে তোর হানি? কলার : আমার হানি, তুমিই জানি! নীলিমা: চড়িয়ে তোর গাল ফাটাবো! কলার : তোমার কাছেই মন হাঁটাবো! নীলিমা: মা-বোন কি তোর আছে ঘরে? কলার : বৌ অভাবে হৃদয় পোড়ে! নীলিমা: তোর কপালে দুঃখ আছে। কলার : সইবো সবই, আসলে কাছে।

নীলিমা: বাড় বেড়েছে অনেক দেখি? কলার : ভাবের ঘোরে পদ্য লেখি। নীলিমা: মর, পঁচে মর গো ভাগাড়ে। কলার : ভয় করি না এই সাজা রে। নীলিমা: রক্ত কি তোর মানুষেরই? কলার : এমন কথা শুনি ঢেরই। নীলিমা: আবার যদি ফোন দিস ব্যাটা... কলার : চেনা গলা, বলবি এটা! নীলিমা: দাঁড়া দাঁড়া, তুই ক্যাডা রে? কলার : রোজ সকালে দেখিস যারে।

নীলিমা: ওরে পাজী! পলাশ নাকি? পলাশ : মাল্টিসিমের এটাই ফঁাকি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.