আমাদের কথা খুঁজে নিন

   

ওরে খাইছে...ইহা কি দেখিলাম !!

অদ্ভুত আঁধার এক চারিদিকে গতকাল রাত ৮ টার দিকে টিভি দেখছিলাম। চ্যানেল ঘুরাতে ঘুরাতে এসে পরল PTV(পাকিস্তান টিভি)। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন এর সাক্ষাৎকার চলছে। পাকিস্তানে আসছে মনে হয়। প্রেস কনফারেন্স টাইপ,কিন্ত মাত্র ৯-১০ জন ছিল।

তার মধ্যে হামিদ মীর কে চিনতে পারলাম। মনে হয় বাকিরাও সাংবাদিক বা সম্পাদক। যেটা দেখে চমকে গেলাম সেটা বলি। সাংবাদিকরা প্রশ্ন করছে বিভিন্ন বিষয়ে। স্বাভাবিক ভাবেই আফগানিস্তান,তালেবান,হাক্কানি নেটওয়ার্ক-এসব প্রসঙ্গ আসলো।

এই সব ব্যাপারে তাদের প্রশ্নগুলো ছিল বেশ কঠোর ধরনের। একজন তো বলেই দিল যে আমেরিকা এখন আফগানিস্তান থেকে চলে যাবে ঠিক করেছে। যাওয়ার আগে বলির পাঁঠা খুঁজছে। বা লাদেন অভিযানে সার্বভৌমত্ত না মানা-এই সব বিষয়ে একের পর প্রশ্ন। লাইভ সাক্ষাৎকার ছিল।

স্পষ্টই দেখলাম বেশ কয়েকবার হিলারির মুখ-চোখ শুকায়ে গেল। কয়েকবার ঢোঁক গিললো। এবার আসল কথা। ধরা যাক কোন কারনে হিলারি বা আমেরিকার যে কোন কর্মকর্তা বাংলাদেশে আসলো । এবং তখন আমেরিকার সাথে বাংলাদেশের কোন টানাপোড়েন চলছে।

এরকম কোন সংবাদ সম্মেলন হলে বাংলাদেশের কোন একজন সাংবাদিকও কি থাকবে যে হিলারির চোখে চোখ রেখে এমন প্রশ্ন করবে যে বেটির ঢোঁক গেলা লাগবে জবাব দিতে? আছে বাংলাদেশে এমন কোন সাংবাদিক বা সম্পাদক? পাকিস্তানকে উঠতে-বসতে আমিও গালি দেই। শুধু গালিই দিতে পারি। আর কি করার আছে? আর আমাদের দিপু আপা? ব্লগেই পড়লাম কোন এক সম্মেলনে হিলারির পাশে যায়া ড্যাব ড্যাব করে তাকায় ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।