আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক করেছি আমি আর ভোট দিমু না।

ঠিক করেছি আমি আর ভোট দিমু না। ভোট আমার নাগিরক দায়িত্ব বটে কিন্তু সেই দায়িত্ব পালনের পরও যখন আমার নাগরিক অধিকারগুলো সংরক্ষিত হয় না তখন আর ভোট দিয়ে কী লাভ? একটা নির্বাচনে মোট ভোটারের কত শতাংশ ভোটার উপস্থিত না থাকলে নির্বাচন বাতিল হয়-এইরকম কোন আইন আছে? সেই জন্য একটা ব্যবস্থা রাখা উচিত। সেটা হতে পারে `না' ভোট, যার অর্থ এই প্র্রার্থীদের কাউেক যোগ্য মনে করি না। সেক্ষেত্রে যতিদন কোন আসনে যোগ্য প্র্রার্থী আসবে না ততদিন নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে না। এই সময় দেশ চলবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে।

যে কমিশন সরকার নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে সে কমিশন নিশ্চয় দেশও চালিয়ে নিতে পারবে কিছুদিন। যে কেউ তার সুচিন্তিত মতামত দিন। আমার চিন্তায় ভুল থাকতে পারে, ধরিয়ে দিলে খুশি হবো। আমি কোন দল করি না। গতবার আওয়ামী লীগ কে ভোট দিয়েছিলাম।

কিন্তু যেই লাউ সেই কদু। ভোট-টা অপাত্রেই গেছে বলে মনে হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।