আমাদের কথা খুঁজে নিন

   

Vertigo‬ (1958) অ্যা আলফ্রেড হিচকক মুভি রিভিউ

everything is fair in love and war ‪ #‎Vertigo‬ (1958) রিভিউ আইএমডিবিঃ ৮.৫ হিচককের ‪#‎Hitchcock‬ করা সেরা দুই বা তিনটি সিনেমার একটি । হিচককের মুভি যারা দেখনে তারা হয়ত লক্ষ করেছেন তিনি নারীদের একটু আলাদা ভাবেই মুভিতে ব্যাবহার করেন । তার ই সবচেয়ে বেশি প্রতিফলন হয়েছে এই মুভিতে । ভয় এবং সেটা নিয়ন্ত্রনের চেষ্টা ,সেটা নিয়েই ভার্টিগো । স্কটি (জেমস স্টুয়ার্ট) পুলিশ ডিটেক্টটিভ ।

একটা দুর্ঘটনায় তার মানসিক ও শারীরিক সমস্যা হয় এবং সে এই দুর্বলতার জন্য চাকরি থেকে অবসর নেন । হাতে কাজ নাই । তার এক ক্লোজ ধনকুব ফ্রেন্ড গেভিন রিকয়েস্ট করে তার স্ত্রী ভেতর কিছু অস্বাভাবিকতা দেখা গেছে এবং স্কটিকে তার স্ত্রী ম্যাডেলিনকে অনুসরণ করতে হবে । এবং একপ্রকার জোরাজুরিতে সে রাজি হয় এবং তার পর থেকেই আসলে সে একটি রহস্যর জালে আটকা পড়ে । অবিবাহিত স্কটি এই কাজ যত আগাতে থাকে তত একটা ঘোরের ভেতর নিজের আবর্তিত করে ফেলতে থাকে ।

কাহিনি স্পর্শকাতরতায় রুপ নেয় । তা করতে গিয়ে স্কটি মেয়েটির প্রতি ভয়ানক আসক্ত হয়ে পড়ে। তাকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই দেখে মেয়েটার প্রেমের ফাদে পড়ে গেছে । কিন্তু সেই প্রেম ভালবাসার মঞ্চের পাশে যে একটা হত্যা মঞ্ছ আগে থেকেই বানানো ছিল সেটা আর স্কটি বুঝতে পারে নাই । ম্যাডেলিন হঠাত করে আত্মহত্যা (!) করে বসে ।

কি তার কারন ? পুরা ব্যাপারটাই গোলমেলে হয়ে যায় । সব হিসাব নিকাশ নতুন করে শুরু থেকে মেলাতে থাকে স্কটি । এর পর দেখা যায় আরও একটা চমক ... এর চেয়ে বেশি কিছু লিখলে স্পইলার হয়ে যাবে । হিচকক এর সাইকো-থ্রিলার ক্যাটাগরির মুভিটা দেখে ফেলতে পারেন চোখ বুজে । মুভিটা কিন্তু কালার ।

ডাউনলোড লিঙ্কঃ টরেন্টঃ http://thepiratebay.sx/torrent/8614781 ডিরেক্টঃ http://www.uploadbaz.com/uhdi08q924lj The Man Who Knew Too Much (1956) অ্যা আলফ্রেড হিচকক মুভি রিভিউ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।