আমাদের কথা খুঁজে নিন

   

বাণী চিরন্তনী (!) কথা অমৃত (?)

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আজকাল বাণী চিরন্তনী, কথা অমৃত এসব পড়লেই হাসি পাচ্ছে। কেন, ১টি উদাহরণ দিলেই বুঝবেন। ১জন জ্ঞানী বলছেন, "অলসতা ও বেকারত্ব শয়তানির জন্ম দেয়।" আরেকজন জ্ঞানী বলছেন, "অলসতা খারাপ তো নয়ই বরং ১মাত্র ভালো।" এ ধরণের সম্পূর্ণ বিপরীত কথায় ভরপুর জ্ঞানীদের বাণী। এগুলোর উপর তাই আর ভরসা রাখতে পারছি না। এর চেয়ে মনে হচ্ছে নিজের কাছে যা ভালো মনে হয় তা করাই ভালো। এতে ধরা খেলেও ১টা সান্ত্বনা থাকবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।