আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে,আমি ছাগু প্রমানিত হইলাম।

হৃদয়ে থাকুক বসন্ত নিম্নোক্ত কারনবশত,আমি ছাগু প্রমানিত হইলাম- ১। আমি ইসলামের সমর্থনে কথা বলেছি। (তাইলে আমাদের পাদুকা,আসিফের পূর্বপুরুষরা কি ছাগু! আসিফের নাম বলে যে, সে মুসলমানের সন্তান। তাইলে তাহার বাবাও ছাগু। ) ২।

আমি জামায়াত-শিবিরের কাউকে পছন্দ করিনা। তাই, আমি ছাগু। (তাইলে, ছাগু হান্টাররাও ছাগু?) ৩। আমি নাস্তিকতার প্রতিবাদ করি। ৪।

আমি,আমার দেশ নিয়ে কিছু বললে সহ্য করিনা। ৫। আমি হাম্বালীগরে চরম অপছন্দ করি। তাই আমি ছাগু। না বললেই নয়ঃ কিছু ব্লগার ছাগু হান্টিঙ্গের নামে এই শব্দটা নিজের পৈতৃক সম্পত্তিতে রুপান্তর করিয়াছেন।

গোপন সুত্রে খবর পাইলাম, তাহারা নীলক্ষেত থেকে একখানা সিল বানাইয়া লইয়াছেন। কেহ, তাহাদের মতবাদের বাইরে গেলেই, তাহদের পিঠে ছাপ দিয়া দিবেন। আমাকেও দিছেরে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।