আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস পরীক্ষায় যদি চালু হয় ফেসবুক কুটা !!!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! এখন ফেসবুক আমাদের জীবনের একটি গুরুত্বপুর্ন অংশে পরিনত হয়েছে । একবেলা ভাত খেয়েছি এই হিসাব এখন করে না কিন্তু এক বেলা ফেসবুকে স্টাটাস দিয়েছি কি না সবাই এটা নিয়ে চিন্তিত । আগে মুরগী কাটতে গিয়ে হাত কেটে গেলে মানুষ স্যেভলন আনতে যেত এখন যায় ক্যামেরা আনতে, সেই হাট কাটা ছবি তুলে ফেসবুকে দিয়ে কয় ফ্রেন্ড আমার খুব কষ্ট তাই হাত কেটে রক্ত ঝরালাম ! কাউকে পানিতে ডুবতে দেখলে তা না বাঁচিয়ে আগে ফেসবুকে স্টাটাতে দেয় ওয়াচিং ডুবন্ত মানুষ ! ফেসবুকেই এখন আন্দোলন হয় ফেসবুকেই হয় মারামারি । ফেসবুকেই এখন ঝরে পড়ে দেশপ্রেম । সুতরাং ফেসবুকই হোক সকল কিছুর মাপকাঠি ! কদিন আগে এমন একটা খবর পত্রীকায় প্রকাশ পেয়েছিল যে চাকরীর ক্ষেত্রে ফেসবুক জনপ্রিয়তা একটা যোগ্যতা । যাই হোক এতো কিছুই যখন ফেসবুক তখন বিসিএস পরীক্ষায় কেন ফেসবুক কুটা চালু হবে না ? আসুন ধরে নেই আগামী বার বিসিএস পরীক্ষায় চালু হচ্ছে ফেসবুক কুটা । জেনে নেই কি থাকছে এই কুটার এবং কারা কারা পাচ্ছেন এই কুটা সুবিধাঃ ১. ফেসবুকে যাদের ফলোয়ারের সংখ্যা ৫০ হাজার বা তার থেকে বেশি তারা পাবেন ১৫% ২. ফেসবুকে যাদের ফলোয়ারের সংখ্যা ২০ থেকে ৫০ হাজারের ভিতর তারা পাবেন ১০% ৩. ফেসবুকে যাদের ফলোয়ারের সংখ্যা ১ কাজার থেকে ২০ হাজারের তিতর তারা পাবেন ৭% ৪. ফেসবুকে যাদের ৫০০০ হাজার বন্ধু রয়েছে তারা পাবেন ৫% ৫. ফেসবুকে যাদের ২ থেকে ৪ জাহার বন্ধু রয়েছে তারা পাবেন ৩% ৬. যারা ফেসবুক ফ্যান পেইজের সম্মানীয় এডমিন তারা পাবেন ৫% ৭. যারা ফেসবুক গ্রুপের সম্মানীয় এডমিন ৫% ৮. যাদের প্রতিটি স্টাটাসে গড়ে ৫০০ লাইক আর ২০০ কমান্ট পড়ে তারা পাবেন ২০% ৯. ফেসবুক সেলিব্রেটিদের সন্তান ১০% ১০ ফেসবুক প্রতিবন্ধী (যারা কোন কিছু না বুঝেই সেলিব্রটিদের পোষ্টে লাইক দেয়) ৫% এই ৮৫% ! আর বাদবাকী ১৫% হল সাধারন ফেসবুক ব্যবহার কারীদের জন্য ! জয় ফেসবুক ! জয় কুটা ! (সিরিয়াসলী নেওয়ার কিছু নাই । তবুও এমন কিছু হলেও হতে পারে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.