আমাদের কথা খুঁজে নিন

   

২২ বছর ধরে নর্দমায় স্বামী-স্ত্রীর বসবাস, অবাক ভালবাসা

বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... আজব এই ভালোবাসা, আজব এই মানুষ। একজন মানুষ তার প্রেরনাকে কতটুকু ভালবাসতে পারে। ধরুন আপনি একজন মোটামোটি ক্লাশ ৮ বা ১০ পাশ, জীবনের ৩০ টি বছর চলে গেছে, হাতে কোন পার্মানেন্ট কাজ নেই তবে ছুটা কাজ করেন। আপনার সম্পত্তি বলতে যদি কিছু থাকে তাহলে ১০ ফিট বাই ১০ ফিটের একটা কামড়া। ভাড়াই বলতে পারেন কিন্তু যেকোন সময় তাও আপনার কপাল থেকে ছুটে যাবে।

এমন একজন মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে বলাই যায় আপনার কপালে সংগি জুটানো বড়ই কঠিন কাজ। কিন্তু এমন একজন মানুষ হয়েও জীবনের ২২ টি বছর নর্দমার মানে মেনহলের ভেতর কাটিয়ে দিয়েছে এক দম্পতি। লোকটির নাম মিগুয়েল, বয়স ৫০ ছুই ছুই করছে। কিন্তু মানুষটির হাস্যোজল চেহারাতে এটা বোঝা যায় মানুসটা সুখি তা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। ধন সম্পদ বলতে একটা বিছানা, একটা টেবিল ফ্যান আর একটা টিভিই, আর কিছু নাই।

দিন আনেন দিন খান, বাড়ি ভাড়া দেওয়া তার দারা সম্ভব ছিল না। তাই স্থ্যায়ী আবাস গড়েন নিজের পুরোনো আবাস স্থ্যলের পাশের পার্কের সুয়ারেজের কাজে নিয়োজিত অব্যাহিত গ্যাবেজ ম্যানহল, আজ সকাল বেলায় খবরটি নজরে আসতেই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আসলে শেয়ার এর গুরুত্ব থেকেও বেশী গুরুত্ব ছিল আজকাল কার সমাজের আশু প্রেমিক প্রেমিকারদের কে দেখানো উদ্দেশ্য। আসলেই ভালবাসাই সত্য যদি তা আরেক জনকে সত্যিকারের ভালবাসার জন্য হয়। লিংক টা ঘুরে আসুন চোখ বিশ্ময়ে পুরবেই ।

নিজের অজান্তেই সালাম দিলাম তার সংগি কে যিনি তার জীবনকে মিগুয়েল এর জন্য উৎসর্গ করেছেন। আজ প্রমান পেলাম ভালবাসা টাকা দিয়ে কেনা যায় না। Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।