আমাদের কথা খুঁজে নিন

   

‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ অংশ নেয়া ছাত্রীদের অভিভাবকদের প্রতি প্রশ্ন

‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১১’ নামক কথিত সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে নাকি অভিভাবকের সম্মতিপত্র লাগবে। যে সকল অভিভাবক (গার্জিয়ান) তাদের মেয়েকে পাঠাবেন অর্থাৎ সম্মাতিপ্রত্র দিবেন তাদের প্রতি আমার কিছু প্রশ্ন- ১) যখন আপনার মেয়েকে দেখে কেউ তালি বাজায়, অথবা শিশ দেয় তখন আপনার বুক কি গর্বে ভরে ওঠে? ২) যখন আপনার মেয়ের পরনে থাকে পাতলা ও টাইট ফিটিং কাপড় (যার মধ্যে দিয়ে তার শরীরের আকার-আকৃতি বোঝা যায়) আপনিও কি হাজার দর্শকের মতো তা উপভোগ করেন? ৩) যখন আপনার মেয়েকে স্মার্ট বানানোর নামে ছোট কাপড় পরানো হয়, বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলানো হয়, তখন আপনি কি মুচকি হাসেন? ৪) যখন আপনার মেয়ে এসএমএস’র জন্য সবার কাছে কাকুতি-মিনতি করে তখন কি আপনার মনে হয় আপনারও সবার কাছে এসএমএস চাওয়া উচিত? ৫) আপনারা নিশ্চই আপনার মেয়েকে মা ডাকেন, আপনার মা’কে হাজার হাজার মানুষের মাঝে উন্মুক্ত করতে আপনাদের বিবেকে কী একটুও বাধে না? সুতরাং আপনার বিবেক নামক আদালতেই জানতে চান, আপনার মেয়েকে সম্মতি দেয়া ঠিক হবে, নাকি হবে না। কপি পেস্ট View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।