আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!

আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম, তাই না? টুপ করে জলে তলিয়ে যাওয়া বাঁধাহীন ঋজু পতন, বাতাসে বৃষ্টির গন্ধ, আমাদের সেই আগুন বাড়ির রোদ্দুর, সেই ডানা মেলা ঘুম, তোমার ব্যাকুল অতলস্পর্শ চোখ- অঝর ঝড়ে তোমাতে আমাতে সন্তরণ, আঁচড়, কামড়, ডুব ডুব খেলা, উলটে- পালটে- খুড়ে- ছিঁড়ে- বৃষ্টি, বৃষ্টি, তুমুল যুগল নির্বাণ! আমরা কেমন যেন কেমন হয়ে গেলাম! ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম! দুজনে বুজিয়ে দিলাম কুঁড়ি, ফুলটা কেমন খুন হয়ে গেল, আমরা কেমন খুনী হয়ে গেলাম! একপাশটা ভীষণ অবশ, দণ্ডিত ফেরারী। ভালবেসে আমরা কেমন যেন,- কেমন হয়ে গেলাম! ভালবেসে আমরা কেমন খুনী হয়ে গেলাম!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।