আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন অভিনেতা প্রাণ

আনুমানিক রাত সাড়ে ৮টায় প্রাণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ৯৩ বছর বয়সী ওই বলিউডি অভিনেতা কিছুদিন আগেই লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য ৪৪তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। অসুস্থতার জন্য দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীতে উপস্থিত হতে পারেননি তিনি। পরে প্রাণের নিজের বাড়িতেই পুরস্কার তুলে দেন ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মনিশ তিওয়ারি।
১৯৪০ সালে প্রাণ একজন আলোকচিত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এরপর একজন প্রযোজকের সঙ্গে পরিচিত হলে পাঞ্জাবি সিনেমা ‘ইয়ামলা জাট’-এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন।
লেখক সাদাত হাসান মান্টো এবং অভিনেতা শ্যামের সাহায্যে প্রাণ লাহোর থেকে মুম্বাই(তৎকালীন বম্বে) চলে আসেন।
খলচরিত্রে অভিনয় করে পঞ্চাশ, ষাট এবং সত্তরের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতায় পরিণত হন প্রাণ। ওই সময় সবচেয়ে বেশি পারিশ্রমিক অর্জন করা অভিনেতাদের একজন ছিলেন তিনি। প্রাণ তার ছয় দশকের অভিনয় জীবনে চারশ’রও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

তার অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘আজাদ’, ‘মধুমিতা’, ‘দেবদাস’, ‘দিল দিয়া দার্দ লিয়া’, ‘রাম আউর শাম’, ‘আদমি’, ‘জিদ্দি’, ‘মুনিমিজ’, ‘অমরদ্বীপ’, ‘জাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, চোরি চোরি’, ‘অমর আকবর অ্যান্টোনি’ এবং ‘জাঞ্জির’। ‘জাঞ্জির’ সিনেমায় তার অভিনীত চরিত্র ‘শের খান’কে বলিউডি ইতিহাসের অন্যতম জনপ্রিয় খলচরিত্র হিসেবে ধরা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।