আমাদের কথা খুঁজে নিন

   

'কম ওজন নিয়ে ভূমিষ্ঠ শিশুর অটিজমের ঝুঁকি বেশি'

স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন নিয়ে জন্মানো শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। স¤প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এক গবেষণায় এমন আভাস পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, ভূমিষ্ঠ যে সব শিশুর ওজন ৪ পাউন্ডের কম তাদের ৫ শতাংশ অটিজমে আক্রান্ত হয়। স্বাভাবিক ওজন নিয়ে জন্মানো শিশুদের ক্ষেত্রে এ হার মাত্র ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কম ওজন নিয়ে ভূমিষ্ঠ ৮৬২টি শিশুকে তাদের ২১ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণ করে গবেষকরা ওই তথ্য পান। তাদের গবেষণা ফলাফল স¤প্রতি পেড্রিয়াটিক সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিষ্ঠ শিশুর অল্প ওজনের সাথে অটিজমের সম্পর্ক নিশ্চিত হতে ও এদের পারস্পরিক যোগসূত্র পুরোপুরি বের করতে আরো গবেষণার প্রয়োজন। অল্প ওজন নিয়ে ভূমিষ্ঠ বেশিরভাগ শিশুই পরবর্তী সময়ে অটিজমে ভোগে এ যেমন সত্য নয়, আবার অটিজমে ভোগা সব শিশুই অল্প ওজন নিয়ে জন্মেছে তাও সত্য নয়। তবে স্বাভাবিক ওজন নিয়ে জন্মানো শিশুর চেয়ে কম ওজন নিয়ে জন্মানো শিশুর অটিজমে আক্রান্তের হার বেশি, গবেষকরা এমনটিই দাবি করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।