আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক-শিক্ষার্থীর ফেসবুক বন্ধুত্ব বেআইনি!

যুক্তরাষ্ট্রের মিসৌরীতে নতুন একটি আইন চালু হয়েছে। সে আইন মোতাবেক শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ফেসবুকে বন্ধুত্ব বেআইনি। কেবল ফেসবুকই না, কোনো ধরনের সোশাল নেটওয়ার্কিং সাইটেই তারা যোগাযোগ রাখতে পারবেন না। খবর ম্যাশএবল-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট ব্যবধান থাকার বিষয়টিকে গুরুত্ব দিতেই এ আইনটি জারি করা হয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, শিক্ষক বা কোনো শিক্ষার্থী সরসারি বা গোপনে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিনা সেটি দেখবে পুলিশ। পুলিশের কড়া নজরদারির মধ্যে থাকবে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ যদিও শিক্ষাক্ষেত্রে ভাল ভুমিকা রাখতে পারে, তারপরও কোন অপ্রীতিকর ঘটনার ঝুকি নিতে কর্তৃপক্ষ রাজী নন। জানা গেছে, নতুন আইন অনুসারে, শিক্ষক কিংবা ছাত্র একে অন্যের ফেসবুক বন্ধু হতে পারবে না। শিক্ষক বিশেষ অনুমতি ছাড়া তার পেশার সাথে সম্পর্কিত ওয়েবসাইট বা সোশাল নেটওয়ার্কিং সাইট তৈরি করতে পারবে না এবং এর মাধ্যমে বর্তমান বা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগও করতে পারবে না।

জানা গেছে, শিক্ষকদের হাতে শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে রক্ষা করার জন্যই এ আইনটি প্রণয়ন করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।