আমাদের কথা খুঁজে নিন

   

সাইক্লোপস্!!! সাইক্লোপস্!!! সাইক্লোপস্!!!! সাইক্লোপস্ শার্ক!!!!!!!

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। সাইক্লোপস্- এর কথা মনে আছে তো সবার??? গ্রীক উপাখ্যানে বলা হয়ে থাকে এদের কথা। এরা হলো এক চোখ বিশিষ্ট বিরাটকায় দৈত্য। এদের কথা তাই আমরা গ্রীকদের রূপকথাতেই পায় শুধু। এদের শুধু একটাই চোখ।

আর সেই চোখটা থাকত তাদের কপালে। আর এরা দেখতে হত বিশাল বিশাল। কিন্তু বাস্তবে কপালে চোখ এমন কাউকে সাধারণত পাওয়া যায় না। অবশেষে পাওয়া গেলো সাইক্লোপসের দেখা। ক্যালিফোর্নিয়াতে এক জেলের জালে এক শার্ক মাছ উঠে।

জেলে বুঝতে পারে নি যে মাছটি গর্ভবতী। পরে পেট কাটার পর জেলে এক অদ্ভূত জিনিষ দেখতে পায়। জেলে দেখতে পায় এক নবজাতক শার্ক ঐ মা শার্কের পেটে। সে ঐ নবজাতকটিকে বের করে দেখতে পায় তার একটাই চোখ এবং তা কপালে। জেলে তারপর নিয়ে যায় পশু চিকিৎসকের কাছে।

তারপর সেখান থেকে বর্তমানে এই "সাইক্লোপস্ শার্ক" কে নিয়ে যাওয়া হয় বিশেষজ্ঞদের কাছে। বিশেষজ্ঞদের মতে এটা হচ্ছে জন্মগত সমস্যা। মায়ের পেটে বেরে ওঠার সময় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি হয় নি তাই এমনটা হয়েছে, যা বিশেষজ্ঞদের ভাষায় developmental anomaly. যদি শার্কটিকে বাচানো যায় তবে এটাই হবে বিশ্বের সর্বপ্রথম কোন জীবন্ত প্রাণী যেটার কপালে শুধু একটাই চোখ সাইক্লোপসদের মতো। এর নাম দেওয়া হয়েছে, albino cyclops shark....... Cyclops Shark ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.