আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারন সাহসিকতার জন্য ' নোভা' ও সাহসী ফজল ভাইকে স্যালুট

‘ঐ রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার , আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান , আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরই সন্তান , আমরা এই প্রজন্মরা রাজাকারের তালিকা চাই ‘ ...... এই কথাগুলো কি সবার মনে আছে? এটি আজ থেকে ২৩ বছর আগের বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নোভার ২য় অ্যালবাম ‘রাজাকারের তালিকা চাই’ অ্যালবাম এর শিরোনাম গানের কথা । সেই প্রথম স্বাধীনতার ১৯ বছর পর বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম প্রজন্মের কণ্ঠে প্রকাশ্য রাজাকারদের বিরুদ্ধে গর্জে উঠে সারা বাংলাদেশের স্কুল কলেজ এর সকল কিশোর তরুনদের মাঝে ‘রাজাকার’দের ঘৃণা করতে শিখিয়েছিল এই গানটি। ১৯৯০ সালে বাংলাদেশে সর্বপ্রথম প্রকাশ্য রাজাকারদের বিরুদ্ধে গানে গানে গর্জে উঠেছিল যে নোভা ও ফজল ভাই। এই গানটি প্রকাশের পরপরই তৎকালীন স্বৈরাচার সরকার বাংলাদেশ টেলিভিশনে নোভা ব্যান্ড কে অবাঞ্ছিত ঘোষণা করে যা ৯১ সালে প্রথম গণতান্ত্রিক সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে নোভা ও ফজল কে সারা বাংলাদেশে প্রকাশ্য গানটি পরিবেশনার অনুমতিও দেয় । এরপর যেখানেই যে কনসার্টে নোভা ছিল সেইখানেই ‘রাজাকারের তালিকা চাই’ গানটি ছিল একটি অবশ্যই পরিবেশনার তালিকায় থাকা গান যা দিয়ে হাজার লক্ষ তরুন তখন গানে গানে রাজাকারদের প্রকাশ্য ঘৃণা জানিয়েছিল বারবার।

যে গানটি শুধুই একটি অসামান্য সাহসী গান নয় যে গানটি ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি ছোট্ট ইতিহাস । যে গানে উঠে এসেছিল ৭ ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবের অমর বানী, যে গানে উঠেছিল ২৬ শে মার্চ রাতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা। যে গানটি ছিল মুলত রাজাকারদের বিরুদ্ধে সবাইকে দলমত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার সাহসী চেষ্টা। সেই গানটির পেছনের কথা আরেকদিনের জন্য থাক । আজ শুধু আপনাদের একটি ছোট্ট তথ্য দিয়ে যাই তা হলো শাহবাগ আন্দোলনে বাংলাদেশের নবীন প্রবীণ অনেক শিল্পি ,ব্যান্ড শাহবাগে গিয়েছিল কিন্তু স্বাধীন বাংলাদেশে প্রকাশ্য রাজাকারদের বিরুদ্ধে গর্জে উঠা সেই দুর্দান্ত সাহসী নোভা ও ফজল ভাইকে শাহবাগে দেখা যায়নি এবং শাহবাগ থেকে তাদেরকে বারবার অনুরোধ করার পরেও ‘নোভা’ ও ফজল ভাইকে শাহবাগ আনতে পারেনি কেন জানেন? ...... কারন নোভা ও ফজল ভাই স্পষ্ট করে বলে দিয়েছিল ‘’আমরা জাতিকে বিভক্ত করে কোন রাজনৈতিক সুবিধা কাউকে দেয়ার জন্য জীবনের ঝুকি নিয়ে রাজাকারের বিরুদ্ধে প্রথম গর্জে উঠিনি ।

আমরা রাজাকারদের বিপক্ষে রেখে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে গর্জে উঠেছিলাম কারো দালালি করতে গর্জে উঠিনি । তাই আমরা কারো দালালি করতে শাহবাগ যেতে পারিনা এবং শাহবাগে যাবো না কারন শাহবাগ স্পষ্ট কারো না কারো দালালি করছে যা আমাদের পক্ষে সম্ভব নয় । আমাদের চেতনা আমাদের মনে আজীবন জেগে থাকবে তা দালালি করে কাউকে দেখানোর প্রয়োজন মনে করিনা ‘’ । এই অসাধারন অসামান্য সাহসিকতার জন্য বাংলাদেশের প্রতিটি সাহসী মানুষদের পক্ষ থেকে প্রিয় ব্যান্ড ‘নোভা’ ও ফজল ভাইকে মনের গভীর থেকে জানাই লক্ষ কোটি স্যালুট ...... আসুন আমরাও বলি ‘ কারো দালালি করে দেশকে বিভক্ত করে কাউকে আমাদের প্রানের দাবীর কাছে বিক্রি করে দিবো না , দিবো না ... দিবো না । ..... Click This Link একটি রেডিও বিজি ২৪ এর নিবেদন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.