আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যে স্কুলে স্কার্ট নিষিদ্ধ

Hi, I am Masum. Web designing is my online professions. পুঁজিবাজার নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘পুঁজিবাজার নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি কোনো কথা বললেই নাকি বাজার ধ্বংস হয়ে যায়। ’ তবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বাজার ভালো চললেও সেকেন্ডারি বাজারে সমস্যা এখনো রয়ে গেছে। এই সমস্যার সমাধান কীভাবে হবে—তা আমি জানি না।

’ এদিকে পুঁজিবাজারের জন্য গতকাল রোববার গঠিত উপদেষ্টা পরিষদে চেয়ারম্যান তিনি থাকবেন না বলেও জানান অর্থমন্ত্রী। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পরিষদকে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। আমি এর চেয়ারম্যান না। ’ আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত দুই-তিন মাসে বাজারের ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে আইপিওতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

রাইট শেয়ারও ছাড়া হয়েছে অনেক। সুতরাং, প্রাথমিক বাজার ভালোই চলছে। সমস্যাটা হলো সেকেন্ডারি বাজার নিয়ে। তাহলে কি সেকেন্ডারি বাজারে কারসাজি হয়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ যুক্তরাজ্যে মিনি স্কার্ট পরে স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। স্কার্টের বদলে স্কুলে আসতে হবে প্যান্ট পরে।

স্কার্ট নিষিদ্ধের কারণ হিসেবে বলা হচ্ছে, মেয়েরা হাঁটু বের করে স্কার্ট পরলে অন্যের আক্রমণের শিকার হতে পারে। তা ছাড়া এতে ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’র ঝুঁকি আছে। আর এটাকে ‘গুরুতর রক্ষাকবচ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি কেন্টের হর্ন বে হাইস্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে স্কুলপড়ুয়া মেয়েদের মা-বাবাকে সতর্ক করে দিয়ে এক চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, স্কুলের শিক্ষার্থীদের স্কার্ট না পরে প্যান্ট পরে আসতে হবে।

স্কুলের অধ্যক্ষ ক্লেয়ার ওয়েন বলেন, স্কার্ট পরে কিছু শিক্ষার্থী নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছে। স্থানীয় এক রেডিওতে দেওয়া সাক্ষাত্কারে ক্লেয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, মেয়েরা স্কার্ট পরে নিজের অজান্তে অন্যের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে। ’ লিংকনশায়ারের উত্তর-পূর্বে অবস্থিত নিউ ওয়ালথমের টুলবার একাডেমি স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বলে পোশাক হিসেবে স্কার্ট নিষিদ্ধ করেছে। প্রদেশগুলোর স্কুল ইউনিফর্ম নীতিতে বলা আছে, মেয়েদের স্কার্ট হাঁটুর সর্বোচ্চ দুই ইঞ্চির (৫ সেন্টিমিটার) ওপরে হবে না। স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক নির্বাহী কমিটির চেয়ারম্যান জুডিথ হ্যাকিট টুলবার একাডেমির এ সিদ্ধান্তকে কলঙ্কজনক বলে দাবি করেছেন।

স্বাস্থ্য ও নিরাপত্তার অজুহাতে স্কার্ট ব্যবহার না করতে দেওয়া একটি ভুল ধারণা বলে তিনি মনে করেন। শিশুদের দাতব্য প্রতিষ্ঠানের উপপরিচালক পিটার ব্যাডলি বলেন, বড় স্কার্ট পরতে বলে মেয়েদের মস্ত ঝুঁকিতে ফেলে দিল স্কুলগুলো। তিনি গত রোববার ইন্ডিপেনডেন্টকে বলেন, স্কার্ট পরা নিয়ে সারা বছর ধরে কত নারী বা মেয়ে আক্রমণের শিকার হয়েছে, তার কোনো পরিসংখ্যান নেই। অথচ তারা এটা বলে স্কার্ট পরা নিষিদ্ধ করেছে। ডেইলি মেইল।

সূত্র : প্রথমআলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।