আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো -স্টার কার কথা বলে ?

আজ প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় দুটি খবর -১. অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে নিরীক্ষক নিয়োগ-কারো কথা মানল না বিটিআরসি ২. টু জি লাইসেন্স নবায়ন- আরো ৪২৮ কোটি টাকা চেয়েছে বিটিআরসি । স্টার প্রথম পৃষ্ঠায় লিখেছে -cell operators given a shock- telecoms regulator asks for new fee for old bandwidth. পত্রিকা দুটি গ্রামিন ফোনের কর ফাকি বিষয়ে কোন অনুসন্ধানি প্রতিবেদন না করে একচেটিয়া বিটিআরসির বিরুদ্ধে খবর ও ভাষ্য প্রকাশ করছে । বিটিআরসি যখন বিপুল পরিমান কর পরিশোধের জন্য অডিট রিপোর্টের ভিত্তিতে গ্রামিনকে চিঠি দিল সেটি এদুটি পত্রিকায় খবর হয়নি বরং গ্রামিন কর দেবে না সেটি তারা হেড লাইন করেছে। এ পত্রিকা দুটি মন্ত্রীর দুর্নীতি নিয়ে রীতিমতো আবুল মকসুদকে ইদের দিন শহীদ মিনারে পাঠিয়েছে ,প্রতিদিন মন্ত্রীর বিরুদ্ধে কোন না কোন খবর ছাপাচ্ছে কিন্তু একটি বিদেশি কোম্পানির কর ফাকি নিয়ে কোম্পানির পক্ষে নির্লজ্জ দালালি করছে । গ্রামিন জনগনের টাকা মেরে বাইরে নিয়ে যাচ্ছে -হাজার কোটি টাকা কিন্তু প্রথম আলো বিটিআরসিকে কাঠগড়ায় দাড় করাচ্ছে । বিটিআরসি সরকারি দলের সংস্থা নয় এটি রাষ্ট্রের - জনগনের । বিটিআরসির বিরুদ্ধে দাড়ানো কি রাষ্ট্র এবং জনগনের বিরুদ্ধে দাড়ানো নয় কি ? প্রকৃত পক্ষে প্রথম আলো আর ডেইলি স্টার -মতি আর মাহফুজ এদেশের জনগসের বিপক্ষ শক্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।