আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী বলেছেন, 'খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তারা ঘৃণিত' - খুনী বিপ্লবকে ক্ষমাকারীরা এর আওতায় পড়বেন কি?

পালিয়ে যেতে ইচ্ছে করে.. প্রধানমন্ত্রী বলেছেন, "খুনিরা যারা জাতির পিতাকে খুন করেছিলো, তাদের অনেকে মদদ দিয়েছিলো। তারা ঘৃণিত। জাতি তাদের প্রত্যাখ্যান করেছে," তিনি বলেন , যারা খুনিদের আশ্রয় দিয়েছিল , এম পি - মন্ত্রী বানিয়েছিল তারাও অপরাধী । মঙ্গলবার শেখ রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিচার বাস্তবায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "এই শাস্তি দরকার ছিলো।

প্রতিষ্ঠিত হয়েছে, অন্যায় করলে শাস্তি হয়। " এখন আমাদের প্রশ্ন 'অন্যায় করলে শাস্তি হয় ' একথাটি কি শুধু ক্ষমতাসীনদের বিরুদ্ধে করা অন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য ? আইনের দৃষ্টিতে সকল হত্যাকাণ্ডই সমান অপরাধ , কিন্তু হিরক রাজার দেশের মত আমাদের দেশে ক্ষমতাসীনদের বিরুদ্ধে করা অন্যায়ই কেবল অন্যায় । প্রধানমন্ত্রী বলেছেন, যারা খুনিদের মদদ দেয় তারা ঘৃণিত । তাহলে একাধিক হত্যাকাণ্ডের নায়ক বিপ্লবকে যারা ক্ষমা করিয়েছে তারা কি? প্রশংসিত? আসলেই তারা প্রশংসিত । তারা প্রশংসিত বলেই আজ বিপ্লবের হাতে যারা খুন হয়েছিল তাদের পরিবারকে পালিয়ে বেড়াতে হয়।

আর বিপ্লবরা পায় দণ্ড মওকুফ। এটিই কি বঙ্গবন্ধুর সোনার বাংলা!!! ??? ৩০ লাখ শহীদের রক্তের দেশ???!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।