আমাদের কথা খুঁজে নিন

   

কলা বিক্রেতা ও জনৈকা বেশ্যাকে নিয়ে এলিজি

রাত আটঃ দিন শেষ চকচকে মসৃন কার্বাইড কলা হলদে রঙে রাঙানো রাস্তায় রিকশার টুং-টাং বৃদ্ধ কলা বিক্রেতা ঘরে ফেরে মানুষ উল্টে পাল্টে দেখে নরম শরীর তুলে নেয় এক হালি কেউ ডজন বা তার বেশি বিক্রি হয় কলা তৃপ্ত রসণা রাত বারোঃ রাতের শুরু চকচকে পাউডার গাল লাল-গোলাপী পুলিশের টহল গাড়ি জনৈকা বেশ্যা ঘরে ফেরে পুরুষ চোখে উল্টে পাল্টে দেখে নরম বুক, উরু তুলে নেয় রিকশায়, গাড়িতে অথবা পাশের গলিতে, ওভার ব্রীজে বিক্রি হয় দেহ তৃপ্ত পৌরুষ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।