আমাদের কথা খুঁজে নিন

   

রাম-সীতা স্বামী-স্ত্রী নাকি ভাই-বোন ছিলেন, তা নিয়ে বিতর্ক চলছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

বাল্মিকী রচিত রামায়ণে বলা হয়েছে, রাম ও সিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং আদর্শ দম্পতি হিসেবে জীবনযাপন করেছেন। এতে আরো বলা হয়েছে, রাবন সিতার পিতা ছিলেন না, বরং, তিনি সিতার সঙ্গে কামবাসনা চরিতার্থ করার জন্য তাকে অপহরণ করেছিলেন। পরে রাম এক দুঃসাহসিক অভিযান চালিয়ে সিতাকে মুক্ত করতে সক্ষম হন। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে গত পাঁচ বছর ধরে একটি প্রবন্ধ পড়ানো হচ্ছিল, যেখানে রাম-সীতাকে ভাই-বোন হিসেবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সেখানে ১০ মাথাওয়ালা রাবণকে সীতার বাবা বলে উল্লেখ করা হয়েছে। উগ্র হিন্দুদের প্রতিবাদের মুখে এ সপ্তাহের গোড়ার দিকে প্রবন্ধটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে। মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।