আমাদের কথা খুঁজে নিন

   

আরো বহুদিন পর একদিন

অপসৃয়মান অপরান্হের নিঃসঙ্গ কবি তুমি ছোটবেলায় রপ্ত করা ছড়াটির মত মুখস্ত বিদ্যে নিয়ে বাঁচতে শিখেছ শুধু তোমার শিয়রে দাড়িয়ে আছে কেবল পৃথিবীটাই আমি নেই কোথাও সেখানে । একদিন তোমার সব মিলবে হৃদয় মিলবে না একদিন তোমার বাড়ী হবে সহস্র বিঘা জমির উপর এক সিকি হৃদয় জুটবে না । একদিন তোমার হৃদয় উষ্ণ হবে, অকূলপাএে আত্নহাহাকারে শীতার্ত হবে পরক্ষনেই খানিক রৌদ্রের জন্য একটি সফেদ কোমল কাঁশফুলের জন্য তুমুল বরষনে একটি জবুতবু কদম্বের জন্য অপসৃয়মান অপরান্হে প্রচন্ড প্রলম্বিত দীর্ঘশ্বাসে বুক চাপড়ে তুমি কাঁদবে একদিন সেদিন আমার ছোঁয়া তোমার মিলবে না । একদিন তোমার সব মিলবে হৃদয় মিলবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।