আমাদের কথা খুঁজে নিন

   

আধা বছরের শীর্ষ দশ গেইম

অবসরকে আকর্ষণীয় করে তুলতে অনেকেই সাহায্য নেন ভিডিও গেইমের। এ রকম গেইমারদের তালিকায় রয়েছেন প্রায় সব বয়সের মানুষ। মানুষের এই ভিডিও গেইমপ্রীতির দিকে লক্ষ্য রেখে প্রতিবছরই বের হচ্ছে নিত্যনতুন গেইম। সম্প্রতি মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে ২০১৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বের হওয়া জনপ্রিয় দশটি গেইমের তালিকা প্রকাশ করেছে।
নিনো কুনি : র‌্যাথ অফ দ্য হোয়াইট উইচ
এই গেইমটি জানুয়ারি ২২, ২০১৩ তারিখে বাজারে এসেছিল।

পিএসথ্রি ডিভাইসের জন্য নির্মিত হয়েছিল গেইমটি। সম্পূর্ণ গেইমটিই জাদুর রাজ্যের পটভূমিকায় নির্মিত। এতে গেইমারকে বেশকিছু লড়াইয়ে অংশ নিতে হবে গেইমটিতে। লড়াইয়ে জিততে হলে গেইমারকে অবলম্বন করতে হবে বেশকিছু সৃজনশীল কৌশল।
ফায়ার এম্বলেম অ্যাওয়েকেনিং
এই গেইমটি ৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে বাজারে আসে।

বিশেষজ্ঞরা গেইমটিকে বছরের সবচেয়ে আসক্তি সৃষ্টিকারী গেইম হিসেবে উল্লেখ করেছেন। বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে ইয়েলো রিবনের মর্যাদা পায় গেইমটি। গেইমারকে কাল্পনিক পটভূমিকায় খেলার সময় আরপিজি উপাদান নিয়ে যুদ্ধকৌশল সংক্রান্ত লড়াইয়ে অংশ নিতে হবে। এছাড়াও ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ফায়ার এম্বলেম অ্যাওয়েকেনিং গেইমটির গল্প বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। গেইমার চাইলে ক্লাসিক মোডেও খেলতে পারবেন গেইমটি।


স্লাই কুপার : থিভস ইন টাইম
৫ ফেব্রুয়ারি ২০১৩ সালে মুক্তি পাওয়া এ গেইমটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আগের তুলনায় উন্নত গ্রাফিক্স। এর আগেও এ গেইমটির একটি ভার্সন বের হয়েছিল। আগের ভার্সনের মতো এতেও রয়েছে বেন্টলি দ্য টার্টল, মুরে দ্য পিংক হিপো এবং অন্যান্য বুদ্ধিমান চরিত্র। প্রধান মিশনসহ এতে রাখা হয়েছে বেশকিছু পারিপার্শ্বিক চ্যালেঞ্জ। পিএসথ্রি এবং ভিটাতে খেলা যাবে গেইমটি।

সবচেয়ে বড় সুবিধা হল, গেইমার গেইমটির যে অংশে লগ-অফ করবেন, পরবর্তীতে তিনি সে অংশ থেকেই লগ-ইন করে খেলা চালিয়ে যেতে পারবেন। তবে ফোর্বস জানিয়েছে, অনেক গেইমারের কাছেই গেইমটি শিশুদের গেইম মনে হতে পারে।
মেটাল গিয়ার রাইজিং : রিভেঞ্জ
মেটাল গিয়ার রাইজিং গেইমটিকে প্রথমেই তিনটি উপমা দেওয়া যায়। গেইমটি চ্যালেঞ্জিং, দ্রুত গতিসম্পন্ন এবং নির্মম। এ তিনটি গুণই গেইমটিকে একটি ভিন্নমাত্রার অবস্থান দিয়েছে।

গেইমটির চরিত্র রেইডেন আগে থেকেই ভক্তদের অপছন্দের তালিকায় রয়েছে। এবারের গেইমটিতে রেইডেনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা ব্যবহার করে গেইমার এ গেইমটি খুব স্বাচ্ছন্দ্যেই খেলতে পারবেন। মেটাল গিয়ার রাইজিং অল্পের জন্য ইয়েলো রিবন অর্জন করতে পারেনি। ফেব্রæয়ারি ১৯, ২০১৩ তারিখে মুক্তি পাওয়া এ গেইমটি পিএসথ্রি এবং এক্সবক্স ৩৬০-এ খেলা যাবে।
টুম্ব রেইডার
টুম্ব রেইডার গেইমের নতুন সংস্করণ ৫ মার্চ ২০১৩ সালে বের হয়েছে।

পিসি, এক্সবক্স ৩৬০ ও পিএসথ্রিতে খেলা যাবে গেইমটি। টুম্ব রেইডার বেশ জনপ্রিয় একটি গেইম হবার কারণে এটির সম্পর্কে বেশি কিছু বলার নেই। লরা ক্রফটের ভূমিকায় গেইমারকে মুখোমুখি হতে হবে টানটান উত্তেজনার কিছু মিশনে। গেইমটির অতুলনীয় গ্রাফিক্সও গেইমারকে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।
মেট্রো : লাস্ট লাইট
পূর্ববর্তী সংস্করণ মেট্রো ২০৩৩-এর মতোই মেট্রো : লাস্ট লাইটেও অন্ধকারে ভবিষ্যৎ অপদেবতাদের পূর্বরহস্য উন্মোচন করতে হবে।

মেট্রো : লাস্ট লাইট গেইমটির মূল পটভূমিকা মূলত এটিই। গেইমটিতে, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং অপদেবতাদের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটতে থাকবে। গেইমটির এ পর্যায়ে ধ্বংসপ্রায় পৃথিবীতে একটি জাতিগোষ্ঠী জেগে উঠবে, যাদের বেঁচে থাকার সংগ্রাম নিয়েই খেলতে হবে গেইমারদের। ১৪ মে ২০১৩ সালে মুক্তি পাওয়া এ গেইমটি পিএসথ্রি, এক্সবক্স ৩৬০ এবং পিসিতেও খেলা যাবে।
বায়োশক ইনফিনিট
বায়োশক ইনফিনিট মার্চ ২৬, ২০১৩ তে বাজারে এসেছে।

গেইমটির গল্প বেশ আকর্ষণীয় এবং গেইমটি ইতিমধ্যেই রেড রিবন অর্জন করে নিয়েছে। ফ্লাইং কলম্বিয়া, বুকার ও এলিজাবেথের চমকপ্রদ পটভূমি গেইমটিতে যোগ করেছে ভিন্নমাত্রা। বায়োশক ইনফিনিটি পিএসথ্রি/এক্সবক্স ৩৬০ এবং পিসিতে খেলতে পারবেন গেইমাররা।
ডাংকি কং কান্ট্রি রিটার্নস থ্রিডি
এই গেইমের থ্রিডি সংস্করণ বের হয়েছে। এটিকে এ সময়ের শ্রেষ্ঠ থ্রিডি গেইম বলেছে ফোর্বস।

আগের সংস্করণের মতোই এতেও রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। এ ছাড়াও নতুন এ সংস্করণে আগের বিখ্যাত সাউন্ডট্র্যাক অপরিবর্তিত রয়েছে। থ্রিডি অপশন বন্ধ করেও খেলা যাবে গেইমটি। ২৪ মে ২০১৩ সালে বাজারে আসে এ গেইমটি।
দ্য লাস্ট অফ ইউএস
পিএসথ্রির জন্য নির্মিত এ গেইম ইতিমধ্যেই ব্লু রিবন অর্জন করেছে।

এমনকি অনেকে জানিয়েছে, এ বছরের শ্রেষ্ঠ গেইম বলা যায় দ্য লাস্ট অফ ইউএসকে। চমৎকার গ্রাফিক্সের এ গেইমটি রয়েছে বেশকিছু দ্ব›দ্বযুদ্ধ। ফোর্বস জানিয়েছে, যদি তাদের প্রশ্ন করা হত, এ বছর কোন গেইমটি খেলা যেতে পারে। তাহলে তারা দ্য লস্ট অফ ইউএসের কথাই বলতেন। গেইমটি ১৪ জুন ২০১৩ সালে বাজারে ছাড়া হয়।


নেভারউইন্টার
ফোর্বসের তালিকায় ১০ নম্বর স্থানে রয়েছে নেভারউইন্টার। পিসি ভার্সনের জন্য নির্মিত এ গেইমটিতে গেইমারকে মোকাবেলা করতে হবে ডানজনস ও ড্রাগনস এমএমওআরপিজির সঙ্গে। গেইমটি খেলেছেন এমন গেইমারদের মতামত অনুযায়ী, নেভারউইন্টার আগের অন্যান্য এমএমও গেইমের চেয়েও বেশি আনন্দদায়ক। নেভারউইন্টার ফ্রি টু পে গেইম হওয়ার কারণে গেইমারদের বিভ্রান্তিতে পড়ার ভয় নেই। নেভারউইন্টার গেইমটি ২০ জুন ২০১৩ সালে বাজারে এসেছিল।


আপনি যদি গেইম খেলতে পছন্দ করেন, তাহলে এ গেইমগুলো সংগ্রহ করতে পারেন। আশা করা যায়, কাল্পনিকজগতে নায়কের ভূমিকা পালন করতে আপনার বেশ ভালোই লাগবে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।