আমাদের কথা খুঁজে নিন

   

জানা-অজানা কিছু তথ্য।

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... * ম্যারাথন কী? >ম্যারাথন আধুনিককালের দীর্ঘ দৌড় প্রতিযোগিতার নাম। এর উৎপত্তি খ্রিষ্টপূর্ব ৪৯০ অব্দে। গ্রিসের এক সৈনিক ফিডিপাইডস ম্যারাথন শহর থেকে এথেন্স পর্যন্ত ২২ মাইল ১৪৭০ গজ দৌড়ে পার্সিয়ানদের বিরুদ্ধে গ্রীসের জয়ের খবর দিতে আসে। এই দূরত্ব আজও ম্যারাথনের দূরত্ব। *ফটোকপিয়ার কী? >ফটোকপিয়ার এক বিশেষ ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র যাতে মুহূর্তের মধ্যে যে কোন লেখা বা ছবির প্রতিলিপি তোলা যায়।

ভুলবশত একে কেউ কেউ জেরক্স বলে থাকেন। আসলে জেরক্স কোন পদ্ধতি নয়। একটি ফটোকপিয়ার যন্ত্রের প্রতিষ্ঠানেরই নাম। *মেসমেরিজম কী? >মেসমেরিজম এক ধরনের সম্মোহন। এতে অন্যের মস্তিষ্ককে অসাড় করে নিজের ইচ্ছায় চালিত করা যায়।

ভিয়েনার জনৈক ডাক্তার ফ্রাঞ্জ মেসমার চিকিৎসায় এটি প্রথম ব্যাবহার করেন। ডঃ মেসমারের নামে এটি পরিচিত। *হেমলক কী? >ইউরোপের এক বিষাক্ত চারা গাছের নাম হেমলক। এই গাছের নিঃসৃত রস থেকে তীব্র যে বিষ তৈরি হয় তার নামও হেমলক। সক্রেটিসকে এই বিষ পান করানো হয়েছিল।

*স্যাকারিন কী? >স্যাকারিন একটি মিষ্টি জৈব পদার্থ। এটি চিনির চেয়ে প্রায় ৫০০ গুন বেশি মিষ্টি। এটি ডায়াবেটিস রোগীকে খেতে দেয়া হয়। স্যাকারিনের খাদ্যগুণ নেই। স্যাকারিন তৈরি হয় আলকাতরার পাতনের পর প্রাপ্ত উলুইন নামক পদার্থ থেকে।

*সুপারনোভা ও নোভা কী? >কিছু কিছু বিষম তারার উজ্জল্য আচমকা হু-হু করে বেড়ে উঠে কয়েকদিনেই হাজার বা লক্ষ্যগুণ বেশি হয়ে যায়। এই তারাকেই বলে নোভা। উজ্জলতা আরও বেশি হলে তাকে বলে সুপারনোভা। *যাযাবর পাখি বা মাইগ্রেটরী বার্ডস কী? >পৃথিবীর বহু অঞ্চলে নানা প্রজাতির পাখির দল গ্রীষ্মের শেষে আরও উষ্ম অঞ্চলের দিকে উড়ে যায়। পরের বসন্তকালে আবার তারা ঠিক নিয়মমাফিক জায়গায় ফিরেও আসে।

এরা বছরে প্রায় ২০,০০০(বিশ হাজার) মাইল পথ পাড়ি দেয়। এদেরকে বলে যাযাবর পাখি বা মাইগ্রেটরী পাখি। *“দ্য লাস্ট সাপার” কী? > “দ্য লাস্ট সাপার” লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা যীশু খ্রিস্টের শেষ আহার পর্বের বিখ্যাত ছবি। সংগ্রহেঃ সুমন দাস। [ রহ্স্য পত্রিকা(অক্টোবর, ২০১১) ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।