আমাদের কথা খুঁজে নিন

   

শেষ রাতের যে কোনো কবিতা

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো যে কোনো রাতে আমি যে কোনো খদ্দের, যে কোনো কোমরের ভাঁজে খুঁজি যে কোনো আনন্দ। যে কোনো চাঁদ আমাকে যখনই ডাকে, আমার যে কোনো গেরস্ত মন খোলস ছেড়ে মুহূর্তে হয় যে কোনো ভবঘুরে। যে কোনো পেয়ালায় বিদেশী স্বচ্ছ অথবা সস্তা ঘোলা আঁশটে আঁশটে - যে কোনো তরল, আমি বুভুক্ষুর মতো চেটে চেটে খাই। যে কোনো রুপসী আমার দিকে যে কোনো চোখে তাকায়, আমি যে কোনো ইঙ্গিতকে আহবান ধরে নিই। যে কোনো কুকুর, আমার পায়ে পায়ে হাঁটে, আমি যে কোনো ভাবে কেনা রুটি তার সাথে সমান টুকরো করতে গিয়ে কাড়াকাড়ি করে জিতি, যে কোনো উপায়ে। আমার যে কোনো প্রেমিকার যে কোনো চুম্বনে আমি খুঁজে পাই যে কোনো মাংসের স্বাদ। শুধু তোমার কাছেই আমি "যে কোনো মানুষ", যে কোনো দিন মরে যাবার আগে একবার "তোমার মানুষ" হতে জাগে প্রচণ্ড, প্রচণ্ড সাধ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।