আমাদের কথা খুঁজে নিন

   

আমি কবি শুধুই ছবি

আমি কবি শুধুই ছবি ***************** বাহিরের আবরণে মানুষ সেজনা ভিতরের চেনা টুকু আগে জানা চাই জাগ্রত বিবেকে চিন নিজেকে সত্যর দ্বীপ শিখা মগজে ফুটাই চেনা জানা কতই জগত মাঝে কে আপন কেবা পর বুঝিনা যে যদি গিয়ে একটু কাওরে বুঝতে শিখি নিজেই নিজের গহনে স্বপ্ন আখি । কভুবা হৃদয় নীড়ে শুন্যতা পাই ঐ বুক ভরা যত রয় কথার মালা কত প্রান গানে গানে খুজে ভাসা সবি মোর অন্তরে জমা হয়ে রয় দিয়ে সুর অপরের কণ্ঠে খাসা আমি কি শুধুই ছবি হয়ে রই ঐ সবার আমি / কবিতা / গানের ছন্দে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।