আমাদের কথা খুঁজে নিন

   

১০৪.৫-বাংলাদেশের খেলা দেখতে গিয়ে এত জ্বর মনে হয় আর কারো আসে নাই

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি মক্কার মানুষ হজ পায় না-এই ধারা অক্ষুণ্ন রেখে যখন বুধবার রাতেও শনিবারের ম্যাচের টিকিট মিরপুরে পাইলাম না তখন বাধ্য হয়ে বন্ধু তন্ময় ফার্মগেট থেকে টিকেট সংগ্রহ করল। খেলার দিন যাবতীয় প্রস্ততি নিয়ে যখন তৈরী তখন জানা গেল তন্ময়ের একটু দেরী হবে। -বাসায় যা,আম্মার কাছে টিকিট রাখা আছে। নিয়ে যা,আমার একটু লেট হবে। তন্ময় ফোনে জানালো।

-ব্যাপার না,একসাথেই যাই। ১৫-২০ মিনিট দেরি হৈলে আর এমন কি?আমি জবাব দিলাম। সময়মত আমি ওর বাসায় হাজির হলাম আর ও টিউশনি থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খাওয়া শুরু করলো। টিভি তে খেলার খবর নেয়া শুরু করলাম। দেখতে দেখতে ১ রানে ৩ টা নাই।

ব্যাটসম্যানরা এমনভাবে বাইরের বলে ব্যাট চালাইতেছিল যেন নতুন নিয়ম করা হৈছে,ব্যাটে বল টাচ করালেই ১ রান -তাড়াতাড়ি খা ,খেলা শেষ হয়া গেল ত #(....আমি তাড়া দিলাম। ওদিকে টিকিট না পাওয়া ঈর্ষান্বিত(??!!) ফ্রেন্ড-কাজিনদের এসএমএস শুরু হয়ে গেছে- -কিরে ,ঢুকতে না ঢুকতেই তিনটা উইকেট ফেলে দিলি? -ভাই,বিশ্বাস করেন,এখনো ঢুকি নাই-আমার রিপ্লাই। অবশেষে সাকিব যখন আউট হয়া গেল তখন তন্ময়ের ঘোষণা-ওই,আমার জ্বর আইসে। -খেলা দেখতে পারবি তো?-আমি সন্দেহ পোষণ করি। -হ্যা,পারব।

চল। আল্লার নাম নিয়ে রওনা দিলাম। রিকসায় স্টেডিয়াম ৫ মিনিটের পথ। ততক্ষণ পর্যন্ত টিকবো তো? ওইদিকে আরও ২ টা ফ্রেন্ড অলরেডি ভিতরে ঢুকে গেছে। তাদের একজনের ফোন-ঢুকিস না।

টিকিট বেইচা দে। -২০০ টাকার টিকিট,এহন বেচলে ১০ টাকাও পামু না। -আমি বললাম। -আয় তাইলে,এতই যখন খায়েস। স্টেডিয়ামের গেটে আইসা দেখি আমাদের মত খায়েস ওয়ালা লোকের অভাব নাই।

যাইহোক,ঢুকলাম,খেলা দেখলাম। কিন্তু ভাইয়ের জ্বর কমাকমির কোনো লক্ষণ ই নাই(সুস্থ-সবল মানুষ ,কোন কুক্ষণে যে বাংলাদেশের ব্যাটিং দেখতে গেল)। বাংলাদেশের ব্যাটিং শেষ হইল। আমরা জিজ্ঞাসা করলাম-দেখতে পারবি? -হ্যা,সমস্যা নাই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এর ওভার ১৫ পর তার অবস্থা আরও খারাপ হৈতে থাকল।

সে বাসায় চলে গেল। আমরা আরও কিছুক্ষণ আশা নিয়ে বসে থাকলাম। শেষ পর্যন্ত বীর() সাপোর্টারের মত খেলা শেষ না হইতেই বাসায় চলে আসলাম। বাসায় আইসা ভাইরে ফোন দিলাম। -কি ভাই,স্কোর কত? -১০৪.৫।

ভাইয়ের রিপ্লাই। -হায় হায় কস কি?এত? বাংলাদেশের খেলা দেইখা এত জ্বর কারো আসতে পারে?আমি ত বৃষ্টিতে ভিজাও কোনদিন এত তুলতে পারি নাই(মনে মনে কইতাছি তোরে আজ মাঠে নামায়ে দিলে কাম হৈত। টপ অর্ডারের স্কোরের যে অভাব) আজ সকাল বেলা ভাইয়ের সাথে কথা হইল। স্কোর এখন ১০২। জ্বর কমতাছে।

সামনের ম্যাচে মনে হয় ভালই খেলবে বাংলাদেশ,কি বলেন...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।