আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চোখ বাংলা চ্যানেল থেকে না সরানোর সুযোগ করে দিন (বাংলা টিভি চ্যানেল কতৃপক্ষের নিকট খোলা চিঠি )

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ তারিখ : প্রতিদিনেরই আবেদন বরাবর, সকল প্রযোজক,পরিচালক বাংলা টিভি চ্যানেল কতৃপক্ষ বাংলাদেশ । বিষয় : অনুষ্ঠান মালার মান এমন করুন যাতে আমাদের চোখ বাংলা চ্যানেল থেকে না সরে । জনাব/জনাবা, আমরা বাংলাদেশের সকল বর্ণ-গ্রোত্রের,নেশা-পেশার,সকল আর্থিক শ্রেনীর সাধারন কিংবা অ-সাধারন জনগন বলছি । সম্প্রতি সচেতন চিন্তাধারার লোক ভারতীয় চ্যানেল বয়কট করতে বলছে । কারণ তারা আমাদের চ্যানেলের মূল্যয়ন করছে না , আমাদের সংস্কৃতি তাদের অনুষ্ঠান গুলো দ্বারা প্রভাবিত হচ্ছে ও বিকৃত হচ্ছে , এই চ্যানেল গুলি দেখতে আমাদের অপারেটর দের প্রচুর অর্থখরচ করতে হচ্ছে যা দেশের উন্নয়নে লাগানো সম্ভব ।

এছাড়া সম্প্রতি একটি চ্যানেলে বাংলাদেশের মা্নচিত্রের ও একটি হিন্দী ছবিতে জাতায় সংগীতের অবমাননা করা হয়েছে । তাই আজ বাংলাদেশের অধিকাংশ জনগন ভারতীয় STAR PLUS, Z TV, STAR JOLSHA সহ অসংখ্য টিভি চ্যানেলের যে অগনিত ভক্ত আছে তাদের দেশীয় চ্যানেল দেখার ব্যাপারে সুপারিশ করছে । কিন্তু তাদের যে অভিযোগ তা হল **বাংলা চ্যানেল আলোচনা অনুষ্ঠান ও সংবাদ ছাড়া কিছু বুঝে না ** বাংলা চ্যানেল মান সম্মত সিরিয়াল প্রচার করছে না **বাংলা চ্যানেল গুলিই ভারতীয় চ্যানেলের অনুষ্ঠান অনুকরণ করছে **বিজ্ঞানপ যন্ত্রণায় চ্যানেল গুলি দেখার সুযোগ থাকে না । এ সকল অভিযোগ মিথ্যা নয় । আলোচনা অনুষ্ঠান ও সংবাদ খুবই প্রয়োজনীয় ।

আমি ব্যক্তিগত ভাবে যতক্ষন টিভি দেখি তার ৭০% সময় এগুলিই দেখি । কিন্ত সকল বয়সের সব মানুষের ভাল নাও লাগতে পারে । ধরুন ছাত্র-ছাত্রীরা একের পর এক আলোচনা অনুষ্ঠান কখনো পছন্দ করবে না । এই ক্ষেত্রে তারা বিনোদন হিসাবে অন্য চ্যানেল বেছে নেওয় স্বাভাবিক । এরপর আসুন দুই নম্বর ও সবার্ধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ।

আমাদের সমাজের মোটামুটি সকল বয়সের মেয়েরা উপরোক্ত চ্যানেল নিয়ে পরে থাকে একমাত্র সিরিয়ালর জন্য, ঘরের মা অথবা স্ত্রী থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত এতে আসক্ত । অনেকে এত বেশী আসক্ত যে না খেয়ে থাকতে পারবে অথচ এই নাটক গুলো না দেখে থাকতে পারবে না । এক্ষেত্রে ভাল ও আকর্ষনীয় সিরিয়াল খুবই দরকার । উদাহরণ দেয়া যেতে পারে একুশে টিভির জননী,বিটিভির অপরুপা । এছাড়া বন্ধন , গুলশান এভিনিউ, হাউজফুল এমন সিরিয়াল প্রচুর দরকার ।

এছাড়া বাংলাচ্যানেন গুলি ওদের অনুকরণে অনেক অনুষ্ঠান নির্মান করছে যেমন : কে হতে চাই কোটিপতি । আমার দেখা মতে খুব বাজে একটি অনুষ্ঠান হয়েছে এটি । প্রশ্নগুলো কেমন একটা জোকস বলি "" ১০০০ টাকার জন্য চান্দুকে প্রশ্ন করা হলঃ আপনার বাবার নাম কি?? অপশনগুলো হচ্ছে, A. Amir Khan. B. Shah Rukh Khan. C. মখলেস মিয়াঁ D. Sachin Tendulkar. চান্দু অনেকক্ষণ ভাবার পর বললঃ আমি লাইফ লাইন নিতে চাই। ৫০-৫০। দুটো অপশন মুছে গেলো, রইলঃ C. মখলেস মিয়াঁ D. Sachin Tendulkar. চান্দু তবুও নিশ্চিত নয়।

বলল, আমি দর্শকদের সাহায্য নিতে চাই। দর্শক ভোটিং এর রেসাল্টঃ C. মখলেস মিয়াঁ (৮০%) D. Sachin Tendulkar. (২০%) চান্দু এবারো নিশ্চিত নয়। বলল, আমি আমার শেষ অপশন ফোন ফ্রেন্ড ব্যাবহার করতে চাই। উপস্থাপকঃ আপনি কাকে ফোন করতে চান? চান্দুঃ আমার বাবা, জনাব মখলেস মিয়াঁকে। " অনেকে এসব একে বারে পছন্দ করেন না ।

তাই চ্যানেল পরিবর্তন করবেই । তাই এ ধরনের কপি পেষ্ট মূলক অনুষ্ঠান তৈরী না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । এরপর আসুন বিজ্ঞাপন যন্ত্রণা । বলতে পারেন দেশী বিদেশী সব চ্যানেলেই বিজ্ঞাপন আছে তবে আমাদের চ্যনেল গুলিতে অনেক বেশী । অনেক সময় আলোচনা পর্বের জরুরী কথা মাঝে ও বিজ্ঞাপন বিরতী নেয়া হয় ।

আমি অতি আগ্রহ নিয়ে একটা সিরিয়াল দেখতে বসি । শুরু হওয়ার কথা ৮.৩০ এ হলে শুরু হয় ৯.২০ এ । সম্মানিত নির্মাতা ও প্রচারকারীরা আপনারাই বলুন এতক্ষণ ধৈর্য্য কার থাকে ?? বিজ্ঞাপন অনুষ্ঠানের প্রয়োজনীয় অর্থের মূল চালিকা শক্তি তাই বলে বিজ্ঞাপনের ফাকেঁ ফাকেঁ অনুষ্ঠান প্রচার করবেন ?? সবশেষে বলতে চাই , যারা মনে প্রানে বাংলা চ্যানেল দেখতে চায় তাদের রুচির কথা বিবেচনা করে অনুষ্ঠান মালার মান উন্নত করবেন । এক্ষেত্রে জয়প্রিয় ও ভিন্ন ধর্মী কিছু অনুষ্ঠানের উদাহরণ তুলে ধরা যেতে পারে যেমন : দেশটিভির "দেশীগল্প",আর টি বি এর "রবি জেগে আছো কি", একুশের "মুক্ত খবর", চ্যানেল আই এর "রিয়েলিটি শো" , এ টি এন এর "বির্তক অনুষ্ঠান" , বিটিভির "ইত্যাদি" , বিভিন্ন টিভির লাইভ কনসার্ট ইত্যাদি । অতএব, মহোদয়ের নিকট আমাদের একান্ত আবেদন উপরে বর্ণিত বিষয় গুলি চিন্তা করে আমাদের যেন অন্য চ্যানেল দেখতে না হয় এমন অনুষ্ঠান তৈরী ও প্রচার করে উপকৃত করবেন ।

নিবেদক সকল বাংলা চ্যানেল প্রেমীদের পক্ষে একজন টিভি বিমুখী মানুষ এটাচমেন্ট : সহ ব্লগারের মূল্যবান মন্তব্য ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।