আমাদের কথা খুঁজে নিন

   

সকল শক্তির পেছনে একটি মহাশক্তি সক্রিয় রয়েছেন !

আমি আজীবন লিখতে চাই ইনশা আল্লাহ্‌ । মহাবিশ্বে আমাদের এই ক্ষুদ্রাতিক্ষুদ্র পৃথিবী সহ সকল গ্রহ-নক্ষত্র, তাদের ছায়াপথগুলি, এবং ছায়াপথ সৃষ্টিকারী নীহারিকাগুলিও প্রচণ্ড বেগে ঘুরছে । সকলের কক্ষপথই ভিন্ন ভিন্ন । সকলে একই দিকে ঘুরছেনা । সকলেই কাউকে না কাউকে কেন্দ্র করে কি এক আকর্ষনে ঘুরছে ।

প্রশ্ন হল,- এই বেগ এল কোথ্থেকে ? শক্তির উৎস কোথায় ? আকর্ষনের কারন কি ? আকর্ষনের ক্ষমতা কোথায় পেল ? আকর্ষন আসলে কি ? যদি বলা হয়- পদার্থের গুণ, তাহলে প্রশ্ন আসে পদার্থ এই গুণ কোথায় পেল ? অর্থাৎ যাই বলিনাকেন সব শেষেও একটি প্রশ্ন অমীমাংসিত থেকে যায় । তাই একটি সত্যকে স্বীকার করে বলতে হয় যে, সকল শক্তির পেছনে একটি মহাশক্তি সক্রিয় রয়েছেন ! আর সে হল অসীম স্রষ্টা আল্লাহ্ রাব্বুল আলামিন । এটি হল এমন এক সত্য যা অস্বীকার করা যায়না । গ্রহ-নক্ষত্রের যে আন্তঃসম্পর্ক প্রকৃতির সবকিছুর মতই তা এক চিরন্তন নিয়মের অধীন । অনু-পরমানু থেকে মহাবিশ্বের সর্বত্র সেই একইরূপ নিয়মের চাকা বিদ্যমান ।

মানুষও এই প্রক্রিয়ার অন্তর্ভূক্ত । এই নিয়মের চাকার মধ্যেই সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক খুঁজে পাওয়া সম্ভব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.