আমাদের কথা খুঁজে নিন

   

কম দামের ৫ স্মার্টফোন

বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত! কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ! প্রযুক্তি বিকাশের এই যুগে সবাই ভালবাসেন স্মার্টফোন। কারণ, এগুলো দেখতে সুন্দর। এতে গেমস খেলা থেকে শুরু করে অফিসিয়াল ডকুমেন্ট এডিট করা যায়। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা রয়ে গেছে। তা হলো এর দামটা একটু বেশি।

কিন্তু আপনি যদি একটু কম দামে স্মার্টফোন কিনতে চান তবে আপনার সামনে প্রাথমিক পর্যায়ের ৫টি স্মার্টফোনের পরিচয় দেয়া হচ্ছে। ১. এইচটিসি রাডার: এই স্মার্টফোনটির দাম ৫৬৯ ডলার। এর ডিজাইনে ব্যবহার করা হয়েছে ভাল মানের অ্যালুমিনিয়াম। প্রাথমিক পর্যায়ে যারা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এটি খুব উপযোগী। এটি পরিচালিত হয় মাইক্রোসফটের উইন্ডোস ফোন-৭ অপারেটিং সিস্টেমে।

এতে রয়েছে ৫-মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে এলইডি ফ্লাশ ও ব্যাকসাইড ইলুমিনেশন সেন্সর। কম আলোতেও এটি ভাল ছবি তুলতে পারে। ২. সনি এরিকসন একপেরিয়া রে: এই স্মার্টফোনটির দাম ৫৯৮ ডলার। এটি অধিক গতিসম্পন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

এটি ক্রেতার প্রত্যাশা পূরণ করতে পারবে। এতে রয়েছে সব কিছু। আছে একটি চমৎকার ক্যামেরা, হোয়াটসঅ্যাপ এবং উজ্জ্বল স্ক্রিন। সফরের সময় এটি সঙ্গীকে দেবে আনন্দ। এতে রয়েছে সামনের দিকে ক্যামেরা ও শক্তিসম্পন্ন ব্যাটারি।

৩. নকিয়া ই৬: এই স্মার্টফোনটির দাম ৫৭০ ডলার। অ্যান্ড্রয়েড ও আইফোনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নকিয়া কিছু দৃষ্টিনন্দন স্মার্টফোন বানিয়ে যাচ্ছে। তারই একটি সংস্করণ ই৬। এতে রয়েছে একটি আলাদা কি-বোর্ড ও টাচ স্ক্রিন। ফলে এটি হাতেও চালানো যাবে।

এতে রয়েছে অভি এপ্লিকেশন। আছে একটি স্নাইপার ব্রাউজার এবং ৮-মেগাপিক্সেল ক্যামেরা। ৪. মটোরোলা মাইলস্টোন ২: এই স্মার্টফোনটির দাম ৬৯৮ ডলার। প্রথম মাইলস্টোনের মতো এতে রয়েছে একটি কি-বোর্ড। এতে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর।

ফলে এতে ব্যবহারকারী তার ইচ্ছেমতো যে কোন কাজ করতে পারেন। ৫. আইফোন ৩জিএস: এই স্মার্টফোনটির দাম ৭৪৮ ডলার। এটি আইফোন ৪ এর পূর্বসূরি এটি। তবে এখনও এর দাম একটু বেশি। এটি একটি ৮ জিবি ভার্সনের ফোন।

এই ভার্সনটি এর আগে আইওএস ৪ এ ইনস্টল করা ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।