আমাদের কথা খুঁজে নিন

   

সেই আশংকাই কি বাস্তবায়ন হতে যাচ্ছে?

বাংলাদেশের বিরোধীদলগুলো বলে আসছে ভারতকে ট্রানজিট দেয়া হলে, দিল্লি সরকার সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত রাজ্যগুলোর স্বাধীনতাকামীদের দমনে সেখানে অস্ত্র পাঠাবে। আর এতে করে স্বাধীনতাকামী সংগঠনগুলোর সক্রিয় হয়ে উঠবে যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আজ শুক্রবার ট্রানজিট বাস্তবায়ন প্রক্রিয়ার পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্টের দ্বিতীয় চালানের প্রথম দফা ভারতের ত্রিপুরায় পৌঁছেছে। আখাউড়া স্থলবন্দরের অন্যান্য মাশুল আদায় হলেও দ্বিতীয় চালানেও শুল্ক আদায় হয়নি। এ খবরের পাশাপাশি আরেকটি খবর মিডিয়ায় এসেছে। এতে বলা হয়েছে- ভারতের ত্রিপুরা রাজ্যের গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা এনএলএফটি আবার তৎপর হয়ে উঠেছে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা এবার প্রতিদ্বন্দ্বী অল ত্রিপুরা টাইগার্স ফোর্স বা এটিটিএফ'র প্রধান ঘাঁটি দখল করে নিয়েছে। খবরের সূত্র এ থেকেই বুঝা যাচ্ছে, স্বাধীনতাকামীরা সক্রিয়। তারা যদি বাংলাদেশেও নাশকতা শুরু করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।