আমাদের কথা খুঁজে নিন

   

কথা নয় যেনো তেনো, আইয়া পড়ছে টাটার ন্যানো

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অভিযোগ ছিলো, এরা ভারতকে সব উজাড় করে দিচ্ছে, পাচ্ছে না কিছুই। কিন্তু এই অভিযোগটি যে সত্য নয়, তা প্রমাণ করার গুরুদায়িত্ব সরকারই কাঁধে তুলে নিয়েছে। ভারতের কাছ থেকে আমরা পাচ্ছি ন্যানো গাড়ি। হা হা হা... যাদের ব্ল্যাক ক্যাবের কথা মনে আছে, তারা জানেন, ইন্ডিয়ান গাড়ির কি বাহার! আর যে গাড়িটি ভারতে ১ লাখ ৪১ হাজার রুপি, তার দাম পড়বে বাংলাদেশে ৬ লাখ টাকা। ভারতীয় মূদ্রার দ্বিগুণ দাম আমাদের এখানে হওয়ার কথা নয়।

রুপির বিপরীতে টাকা সোজা দ্বিগুণ নয়। কারণ, ১ ডলার যেখানে আমাদের দেশে ৭৬ টাকা সেখানে ভারতে ৪৬ টাকা। তো তর্কের খাতিরে দ্বিগুণ ধরে নিলেও ন্যানোর দাম হওয়া উচিত প্রায় ৩ লাখ টাকা। তাহলে বাকি ৩ লাখ যাচ্ছে কোথায়? বাবা, আবুলরে আবুল! পদ্মা সেতুর জন্মের আগেই তারে খাইছ, এইবার ন্যানোর কমিশনে চোখ পড়েছে তোমার, বাবা আবুল?! নিছক ভারত প্রীতির জন্য বা অতি উৎসাহী হয়ে যারা ন্যানো কিনতে চান, তাদের জ্ঞাতার্থে বলছি, ভারতে গত বছর অন্তত ৬টি ন্যানো গাড়িতে আগুন ধরে গিয়েছিল। হায়াত থাকিতে মরিয়া যাইতে না চাহিলে ন্যানো নামক চিজ কিনিয়া অনর্থক অর্থ উড়াইবেন না।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।