আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার দূরত্ব

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org   যোজন দূ্রের অচিন পাখি হাত বাড়িয়ে তোমায় ডাকি দাওনা ধরা মনের ঘরে একলা আমি রই যে পরে। এত করে তোমায় ডাকি দিলে তবু আমায় ফাঁকি গেলে চলে আমায় তুমি ফেলে ভালোবাসার মূল্য কি আর দিলে। জাগরনে একা একা কেন যে পাই তোমার দেখা ঘুমের মাঝে স্বপ্ন আঁকি সেইখানে তেও তোমায় দেখি। দিন ভরা যে অনেক কাজ মনের ভেতর মেঘের সাজ কাজগুলি সব গেল বয়ে মনখারাপের কান্না হয়ে।

উড়িয়ে ঘুড়ি দূর আকাশে ভাসিয়ে দেই আজ মেঘের দেশে লাটাই থেকে সুতো ছেড়ে কোন দূরে যায় হাওয়ায় উড়ে। ঘুরে ঘুরে ভেসে ভেসে এদিক ওদিক তাকায় যে সে নেয় কেন ঠাই আপন মনে তোমার ঘরের কোনে। জাগরনে ঘুমের ঘোরে কাজের মাঝে অবসরে ভাসিয়ে দেয়া ঘুড়ি আমার আসে না আর ফিরে। অভিমানে গেলে চলে একলা ঘরে আমায় ফেলে একটি বারও পিছু ফিরে শুনলে না ডাক একটি বারে। ভালোবাসার মনের ঘরে ভালোবাসাই বসত করে একলা আমি রইলাম পরে যোজন যোজন দূরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.