আমাদের কথা খুঁজে নিন

   

ড.হোমি জাহাঙ্গীর ভাবা

এই আমি খুব খারাপ ! ড.হোমি জাহাঙ্গীর ভাবা ভারত মহাদেশের পরমাণু বিজ্ঞানের জনক। ছোট বেলায় তাঁর ঘুম খুব কম হত এ নিয়ে তাঁর মা-বাবা খুব চিন্তিত ছিলেন এবং একজন বড় ডাক্তার এর কাছে হোমি কে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ভাল করে পরীক্ষা করে বললেন আপনাদের ভাব্বার কোন কারন নেই আপনাদের ছেলে জন্মেছে একটি সক্রিয় মস্তিষ্ক নিয়ে চিকিতসা বিদায় যাকে বলে সুপার এক্টিভ ব্রেইন,যার ভেতর অনবরত চিন্তার স্রোত প্রবাহিত হয়। ঠিক যেন তাই তিনি একাধারে একজন বিজ্ঞানী,সংঘটক,নেত্রিত্তাধিকারী,চিত্র শিল্পী,সুনির্মল গানের শ্রোতা ছিলেন। জীবন সঙ্গী হিসেবে বিজ্ঞান কেই বেছে নিয়েছিলেন তিনি।

একদিন এক সহপাঠীকে ডিটেকটিভ বই পরতে দেখে বলেছিলেন "বিজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ ডিটেকটিভ বই আর কি হতে পারে ডিটেক্টিভ গল্পের রাজা আর্থার কোনান ডোয়েল ই বলেছেন-science is the greatest detective story of all ."। লন্ডনে পড়াশোনা করা কালিন তিনি নিউটন স্টুডেন্টশীপ পান। সেখানে তাঁর থিসিস জমা দেওয়ার পর তাকে পি,এইচ,ডি উপাধি দেওয়া হয় সাথে আরেকটা বৃত্তি দেওয়া হয় এর নাম "1851 Exhibition studentship",পান রাউজ বল ট্রাভেলিং স্টুডেন্টশীপ । কোপেনহেগেনে থাকা কালিন তিনি ড.ডাব্লিউ হাইটলার এর সহযোগিতায় এই তত্ত আবিষ্কার করেন "cascade theory of cosmic ray shower" যা ছিল তাঁর বৈজ্ঞানিক প্রতিভার প্রথম স্ফুরণ। ড.ভাবা হোমি যখন পরমাণু বিষয়ে বক্তৃতা দিতেন তখন কেউ ভাবতেও পারতোনা পরমাণু দারা অকল্যানকর কিছুও করা যায়!!! ১৯৬৬ সালে এই মহানবিজ্ঞানীর প্রয়ান ঘটে বিমান দুর্ঘটনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।