আমাদের কথা খুঁজে নিন

   

আসুন কিছু ফানি উক্তি শুনি

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র.... ১. আপনি কি কোনো বোকার সঙ্গে তর্ক করতে চান? তার আগে জেনে নিন, বোকার সঙ্গে তর্ক করলে সে আপনাকে তার সমপর্যায়ে নামিয়ে আনবে এবং সবশেষে আগের অভিজ্ঞতা দিয়ে আপনাকে কুপোকাত করবে। ২. আমি আমার দাদার মতো ঘুমের মধ্যে শান্তিতে মরতে চাই, কিন্তু তাঁর বাসের যাত্রীদের মতো চিত্কার করে মরতে চাই না। ৩. যুদ্ধ হচ্ছে এমন একটি খেলা, যেখানে বয়স্করা কথা বলে আর তরুণেরা প্রাণ হারায়। ৪. সব সময় প্রথম উদ্যোগী যে সব সুবিধা পাবে তা কিন্তু নয়। ইঁদুরের কলের কথাই ধরুন, দ্বিতীয় ইঁদুরটিই কিন্তু টোপের খাবারটা খেতে পারে।

৫. বাচ্চাদের প্রথম দুই বছর শেখানো হয় কীভাবে দাঁড়াতে এবং কথা বলতে হয়। এর পরবর্তী ১৬ বছর তাকে শাসন করতে হয় শুধু চুপ করে বসে থাকার জন্য। ৬. যত বোকা-বোকাই লাগুক না কেন, চুপ করে থাকাটাই শ্রেয়। কী দরকার কথা বলে সেটা প্রমাণ করার? ৭. একজনের লেখা থেকে চুরি করাকে আমরা বলি নকল করা আর অনেকের লেখা থেকে ধার করাটা হচ্ছে গবেষণা। ৮. প্রথম প্রথম আমি ভাবতাম, আমার একটা ভালো ক্যারিয়ার দরকার, ভুলটা ইতিমধ্যে ভেঙেছে—আসলে আমার অনেক টাকার দরকার।

৯. যখন একমাত্র হাতিয়ার হিসেবে আপনার কাছে একটা হাতুড়ি থাকবে, তখন সব সমস্যাই আপনার কাছে পেরেক মনে হবে। ১০. ব্যাংক হচ্ছে এমন একটি জায়গা, যেখানে আপনাকে তখনই টাকা ধার দেবে, যখন আপনি দেখাতে পারবেন আপনার অনেক টাকা আছে। আপনার আসলে টাকা-পয়সার তেমন একটা প্রয়োজন নেই। ১১. দুর্যোগের মুহূর্তে সেই সরকারই হাসতে পারে, যে সরকার দোষ চাপানোর মতো আরেকটি রাজনৈতিক দলকে খুঁজে পায়। ১২. সব সময় টাকা ধার করবেন একজন নৈরাশ্যবাদী লোকের কাছ থেকে।

কারণ সে কখনো ওই টাকার আশা করবে না। ১৩. একটা বিষয় আমার মাথায় ঢোকে না, কেন সব সময় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুজন লোকই প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু মিস আমেরিকা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৫০ জন নারী। ১৪. জয়-পরাজয় যদি আসলেই কিছু না হয়, তাহলে সবাই জিততে চায় কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।