আমাদের কথা খুঁজে নিন

   

❤ ❤ ❤ I SURE MISS U A LOT!!--- সত্যি ❤ ❤ ❤

❤ ❤ কুষ্ঠিয়া শহরে : লালনের আখড়া দেখতে গিয়েছিলাম। শ্যামলী পরিবহনের একটা বাসে বসা- বাসস্টপিসে। জানালার পাশে বসেছিলাম। বিকেলের রোদ আর নিরিবিলি শহরের অপার্থিব অনুভূতি উপভোগ করছিলাম। বাস ছাড়বে ছাড়বে করে অনেকক্ষণ হয়ে গেল।

হঠাৎ করেই আমার জানালার পাশেই এসে থামল একটা ভ্যান। আর তখনই সে আমার নজরে এল। সেই অনাবিল হাসি। এ যেন আমার জন্ম-জন্মান্তরের চেনা। আমি ও হাসির জবাব দিলাম-হাসি দিয়েই।

ওমনি এতক্ষণ ধরে থেমে থাকা বাস টা হু হু করে এগিয়ে চলল সামনের দিকে। পেয়েও যেন হারালাম তাকে... ❤ ❤ বরিশাল লঞ্চঘাট: অফিসের কাজে বরিশাল গিয়েছিলাম। একদিনের জন্য। রাতে সদরঘাট থেকে উঠেছি,সকালে ঘুম ভেঙে দেখি বরিশাল। লঞ্চ থেকে দেখা সেদিনের সেই সকাল-আমার জীবনে অন্যতম সুন্দর সকাল।

ফিরার টিকেট করলাম,'পারাবত-১১', নামে একটা বিশালাকার লঞ্চে। লঞ্চের কেবিনের পাশে বারান্দায় দাড়িয়ে নদী আর লঞ্চঘাটের ব্যস্থতা দেখছি। আমাদের লঞ্চটার পাশেই ভিড়ানো ছিল-'সুন্দরবন ৭', নামে আর একটা লঞ্চ। লঞ্চটা যেই আমার কেবিন থেকে একটু দুরে সরে গেল-- আর ঠিক তখনই আমি চমকে উঠলাম। ঐ লঞ্চের একটা কেবিন থেকে বের হয়ে এল সে।

আমার দিকে তাকিয়ে হেসে দিল। হ্যা,আমি তাকেই দেখছি। এই সেই মুখ, যাকে প্রায় ৫ বছর আগে দেখেছিলাম কুষ্ঠিয়া শহরে। ঠিক একই রকম করে সেই চিরচেনা হাসি। আমি দৌড়ে লঞ্চের পিছন দিকে গেলাম।

আর ততক্ষণে সে আমার চোখের আড়াল হয়ে গেল। ❤ ❤ ধানমন্ডি লেক: শেষবার দেখেছিলাম-ধানমন্ডি লেকে। একটা কালো এলিয়েন থেকে নামল। আমি রেলিংয়ে দাড়িয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আমি আবারো চমকে উঠলাম।

গাড়ি থেকে নেমেই সে আমার চোখের দিকে তাকাল। আর সেই চিরচেনা হাসি। অনেক সাহস যোগাড় করে আমি তাকে বললাম - এই যে শুনুন। সে আর একবার মিষ্ঠি করে হেসে বলছিল, আমাকে বলছেন। জ্বী,আপনাকে-বলছি।

আমি আপনাকে চিনি। অনেক আগে থেকেই। সে আমার থেকেও বেশি অবাক হয়েছিল সেদিন। অদ্ভুদ সুন্দর একটা হাসি দিয়ে বলল- আমাকে চিনেন আপনি অনেক আগে থেকেই। আমি তাকে বললাম- হ্যা।

প্রথম আপনাকে দেখছিলাম। কুষ্ঠিয়া, এর পর বরিশাল--আর আজকে দেখলাম। চারপাশে মানুষজন দ্রুত আসা-যাওয়া করছে। আমার বন্ধুটা যে কেন আসছে না। ভাবতে না ভাবতেই- আর একটা সাদা টয়োটা এসে থামলো,ওর গাড়িটার পিছনে।

একটা হ্যান্ডসাম পুরুষ নেমে- সোজা ওর দিকে এল। আমি কিছু বুঝে উঠার আগেই ওরা চলে যাচ্ছিল। যাওয়ার আগে সে শুধু বলল- ছোট ভাইয়া, কিছু মনে করোনা.... মাস খানেক হল-আমি দশ বছর পর দেশে এসেছি,..... আমি ইউএসএ তে থাকি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।