আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগা টিভি সিরিয়ালগুলো, (পর্বঃ ৩) । TWO AND A HALF MEN.

© তন্ময় ফেরদৌস টু এন্ড এ হাফ ম্যান এর বিপুল জনপ্রিয়তার রহস্য জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিয়টি আগে দেখে আসতে হবে। এটি মুল চরিত্র চার্লী শিন কে নিয়ে। তারপর মূল রিভিউতে আসছি। জিঙ্গেল রাইটার বড় ভাই, কায়রোপ্রাক্টর ছোট ভাই আর তার অলস ও ভোজনরসিক ছেলে, এই তিনজন নিয়ে - "টু এন্ড এ হাফ মান", আমেরিকার সফলতম কমেডি টিভি সিরিয়াল। বলা হয়ে থাকে বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করা চার্লি হারপার ( আসল নাম চার্লি শীন) এযাবৎকালের সবচাইতে বেশি পেমেন্ট পাওয়া টিভি অভিনেতা।

চার্লির ব্যাক্তিগত জীবনে আর টু এন্ড এ হাফ ম্যান সিরিয়ালের সেটের মাঝে তেমন কোন পার্থক্য নেই। দু যায়গাতেই সে প্লেবয়, মদ ও জুয়ায় আসক্ত এবং নানান রকম উদ্ভট কর্মকান্ড করে মিডিয়ার টপ প্লেস ধরে রাখে। তবে তাতে তার আবেদন কমেনি এতটুকুও। এর সবচেয়ে বড় প্রমান হলো- ডিরেক্টরের সাথে তার ঝামেলা হয়ায় সিজন ৮ এর লাস্টে এসে তার চরিত্রকে মেরে ফেলা এবং তার পরিবর্তে এশটন কুচার কে নেয়া। কিন্ত চার্লির বিপুল দর্শকপ্রিয়তার কারনে সিরিয়ালটির রেটিং নেমে যায় অনেক।

চার্লির গল্প অনেক করলাম। এবার আসি মুল কাহিনীতে। কাহীনি সংক্ষেপঃ ছোট ভাই এলান হারপার ( জন ক্রায়ার) তার বউএর সাথে ঝগড়া করে চলে আসে বড় ভাই চার্লী হারপার(চার্লি শীন) এর কাছে। সাথে নিয়ে আসে তার ছেলে ছোট্ট জ্যাক (এঙ্গাস জোন্স) কে। এই তিনজন তিন রকম হলেও সবাই মিলে একটা ইউনিক টিম।

চার্লি খায় দায় ঘুরে ফিরে আর জিঙ্গেল লিখে যে টাকা ইনকাম করে তার সিকিভাগও করেনা এলান। বরং ডিভোর্সের পর বউএর এলিমুনি ফি দিতে দিতেই তার যান শেষ। এজন্য সে কিছুটা হিন্সা করে চার্লি কে। অন্যদিকে চার্লি মেলাবু বিচ হাউসে বিশাল বাংলো নিয়ে থাকে। মেয়েদের সাথে ফুর্তি করা আর হুইস্কি খেয়ে পড়ে থাকা ছাড়া তার তেমন কোন কাজ নেই।

এলানের অসুবিধার কথা ভেবে কিছুদিনের জন্য তাকে থাকতে দেয় নিজের বাড়িতে। কিন্ত তারপর আর যাওয়া হয় না এলানের। দু ভাইয়ের মদ্ধ্যে যোজন যোজন ফারাক। এলান ভিতু, চার্লি স্মার্ট। এলানের টাকা পয়সা নাই, চার্লির টাকার অভাব নাই।

এলান মেয়েদের সাথে ফ্রি হতে পারেনা, অন্যদিকে চার্লি মেয়ে পটানোতে ওস্তাদ। তবে এত পার্থক্য সত্বেও দু ভাই কিন্ত একে অপরকে মোরাল সাপোর্ট দেয়। তাদের একমাত্র কমন শত্রু হলো মা এভিলিন। যে কিনা একজন রিয়েল এস্টেট এজেন্ট। খুবি ইন্ট্রভার্ট টাইপের এই মহিলা নিজেকে ছাড়া আর কাওকে ভালোবাসেনা।

পুত্রদের জন্য উপরে উপরে ভালোবাসা দেখালেও ভিতরে ভিতরে ব্যাং করতে ছাড়েনা। পুত্রদের ব্যাবহার করে নিজের স্বার্থসিদ্ধিতে। তাই পুত্রের ভালোবাসাও তার কপালে জোটেনা। দুই ভাই ও জ্যাকের সাথে সাথে মা এভিলিনও খুব গুরুত্বপুর্ন একটা চরিত্র এই সিরিজে। বাকি রইলো ছোট্ট জ্যাক।

এই ছেলেটার সবচেয়ে ভাইটাল সময়টাতে অর্থাৎ ৭-১৭ বছর পর্যন্ত সে অভিনয় করেছে এই সিরিজে। তাই তার বয়সন্ধিকালীন সময়টাকে খুব কাছে থেকে দেখেছে দর্শকরা। পরিচালক নিজেও তার পিউবারিটি নিয়ে অনেক মজার মজার সীন তৈরি করেছে। আমার অবশ্য ছোটবেলাতেই বেশি ভালো লাগতো তাকে। জ্যাক পড়াশোনা করতে চায় না।

আঙ্কেল চার্লি তার সবচেয়ে বেশি প্রিয়। চাচা ভাতিজার নানা মজার কাহীনি দেখতে পাবেন আপ্নারা। সেই সাথে ভালোবাসা তো আছেই। জ্যাক তার বাবা, মা আর চার্লির সম্পর্কের সব জটিলতা বুঝলেও ভান করে যেন কিছুই বুঝে না। মাঝে মাঝে মজার সব ডায়ালগ দিয়ে সবাইকে টেনশনে ফেলে দেয়।

এই সিরিয়ালে চার্লি আর এলানের খুনসুটি আর জ্যাকের মজার সব একপ্রেশন আপনাকে অনেক আনন্দ দিবে। সেই সাথে চার্লির ক্লাস সব কাহিনী আপনার হিউমারের ঝুলিতে যোগ করবে নতুন সব অভিজ্ঞতা। ফ্যামিলির মজা, ফ্যামিলির দুখ, ফ্যামিলির সুখ- সব মিলে টু এন্ড এ হাফ ম্যান। অন্য দুটো গুরুত্বপুর্ন চরিত্র হলো তাদের গভর্নেস বার্থা আর চার্লির প্রেমে পাগল হয়া রোজ। এরা সিরিয়ালটির মোশন ধরে রেখেছে দারুনভাবে।

আমার কাছে চার্লির পরপরি সবচেয়ে মজার চরিত্র মনে হয়েছে বার্থাকে। আরো আছে এলানের এক্স ওয়াইফ জুডিথ। যার ভয়ে এলান সদা কম্পমান। ডায়ালগ ও স্ক্রিপ্টঃ টু এন্ড এ হাফ ম্যানের ডায়ালগে অনেক নতুনত্ব আছে। চার্লি আর এলানের প্রতিটা কথাপোকথন আছে চরম হাসির খোরাক।

তাদের মাকে ফাকি দেয়ার নিত্য নতুন পন্থাও আপনার মজা লাগবে। মজা লাগবে বার্থার আয়রনি। ভালো লাগবে চার্লির প্রতি রোজের ডিভোশন। আমার কাছে এই সিরিজের স্ক্রিপ্ট সিটকম হিসেবে অনেক মান্সম্মত মনে হয়েছে। সমালোচনাঃ পিতা মাতার প্রতি আন্তরিকতার ঘাটতি কিছুটা ডিমোটিভেশন ঘটাতে পারে।

তবে কাহিনীর প্রয়োজনে তা দরকার ছিলো। চার্লিকে মেরে ফেলে পরিচালক মনে হয় সবচেয়ে বড় ভুল করেছে। দেখা যাক পরবর্তিতে কি ঘটে। প্রোডাকশন প্যানেলঃ বিখ্যাত সিবিএস এবং ওয়ার্নার ব্রস কম্পানির চুক্তিতে এটি প্রথম টিভিতে আসে চাক লরি এবং লি আরন্সনের ডিরেকশনে। থীম মিউসিক কম্পোসার ও এরা দুজন।

সিনেমাটোগ্রাফার টনি আস্কিন্স এবং স্টিভেন সিল্ভার। মোট নটি সিজনে ১৮১ টি পর্ব দেখানো হয়েছে। আগের চেহারা দেখুন, আর মাদক নেয়ার পরের চেহারা দেখুন। সেটের বাইরেঃ চার্লি শীনের কিছু কথা না বললেই নয়। বিখ্যাত অভিনেতা মারটিন শীনের পুত্র চার্লি শীন চলচিত্রে আসেন বাবার হাত ধরে।

ওয়াল স্ট্রিট, থ্রি মাস্কেটিয়ারস, দা রকি, স্কারি মুভি ইত্যাদি অসঙ্খ মুভির নায়ক চার্লি। কিন্ত ব্যাক্তিগত জীবনে ড্রাগস আর এল্কোহলের পাল্লায় পড়ে এখন চিকিৎসারত। এই কারনেই ডিরেক্টর চাক লায়রির সাথে মতবিরোধ এবং ফলাফল- একটি সফল শোর মৃত্যু। তাই আসুন- মাদক হতে দূরে থাকি। নেশা করা অবস্থায় তার ভিডিও।

দুটোই মিডিয়াতে চরম তোল্পাড় তুলেছে। ড্রাঙ্ক অবস্থায় চার্লিঃ পুরস্কারঃ গোল্ডেন গ্লোব ও এমি সহ আরো ১৪ টি পুরস্কার জিতেছে সিরিয়ালটি। আউটস্টান্ডিং কমেডি পারফরমেন্সের জন্য চার্লি একাই জিতেছে ৪ টি পুরস্কার। সরাসরি দেখার লিঙ্কঃ - এই পেজে গিয়ে সরাসরি দেখতে পারবেন। তবে নেটের স্পিড ভালো হতে হবে।

টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ - এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সব এপিসোড। তাহলে আর দেরি নয়। দেখা শুরু করে দিন অন্যরকম মজার এই টিভি সিরিয়াল। ------------------------------------------------------ পোস্ট উৎসর্গঃ ব্লগার দারাশিকো। সামুর সিনেমাখোর গ্রুপের পথিকৃত।

আপনার জন্য অনেক শুভকামনা দারাশিকো ভাই। প্রথম পর্বঃভালো লাগা টিভি সিরিয়ালগুলো,রিভিউ উইথ ডাউনলোড লিঙ্ক- (পর্বঃ১) ''FRIENDS" দ্বিতীয় পর্বঃভালো লাগা টিভি সিরিয়ালগুলো,রিভিউ উইথ ডাউনলোড লিঙ্ক- (পর্ব২) ''How I Met Your Mother  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.