আমাদের কথা খুঁজে নিন

   

মা, আমার ভীষণ মন খারাপ

আমি ছোট, আমাকে মারবেন না আমি ভীষণ ভীতু। ডীম লাইট না জেলে ঘুমাতেই পারি না! খালি মনে হয় কে যানি দাঁড়িয়ে আছে বিছানার পাশেগ! মাঝে মাঝে ভয়ের চোটে সূরা পড়ি, আবার এমনও হয় যে, ভয়ের জন্যে সূরাই ভুলে গেছি! কিন্তু আজ একদম ভয় লাগছে না। ডিম লাইট টা অফ করে দিব্যি বসে আছি। আমার এক বন্ধু বলেছিল, ্যখন ভিষণ মন খারাপ হয় তখন নাকি সব অনুভূতি গুলো ভোতা হইয়ে যায়, আজ ওর কথাটার সত্যতা নিজে উপলব্ধি করলাম। মন খারাপের কারণ আর কিছুই না, বাবা মা এর সেই পুরনো পেচাল।

। "বিয়ে বিয়ে"। বাবা মা এর থেকেও যাদের বেশী চিন্তা তারা হলেন আত্মীয়সজন, শুধু আত্মীয়সজন বললে ভুল হবে। এরা হল বিরক্তিকর আত্মীয়সজন। যারা বাপ মা এর কান এই কথা বলে ঝালাফালা করে যে "মেয়ে অনার্স পাশ করেছে, এখনই বিয়ের উপযুক্ত সময়, এরপর আর পাত্র খুজে পাবেন না!" অথচ এই একই মানুষগুলো যখন কোন ছেলে কে অনার্স পাশ করতে দেখে, হায়রে খুশী টা হয়! আর আকদম ডিফ্রেন্ট কথা তখন তাদের মুখে! " বাবাজি এইবার তো তোমার হাইয়ার স্টাডিজের পালা!" যাই হোক এইসব ফাউল রিলেটিভ গুলার কথাতেই হোক আর নিজেদের দায়িত্য পালনের জন্যেই হোক আমার বাবা মাও আজকাল বিয়ের পেচাল শুরু করেছে।

আমি আমার মা কে বল্লাম মা তুমি আমাকে এটলিস্ট একটা সুখি কাপল দেখাইতে পারলে আমি বিয়ে করব! মা আমার সে সব কথায় কান না দিয়ে আমার চাকরির জন্যে বানান একটা রিজুইমি এক ঘটকের কাছে তুলে দিয়েছে!!!! মা তোমাকে বলি, কাজটা যে করলা, আমাকে বলে করতা! আমি যে কি কষ্ট পেলাম, তুমি জান না! আমি সকালের জন্যে অপেক্ষা করছি। তুমি ঘুম থেকে উঠলেই বিশাল একটা ঝগড়া করব। জানি তুমি মন খারাপ করবা কিন্তু কিছুক্ষন পরে আবার কাছে টেনে নিবা আদর করে। মা প্লিজ তোমার কাছে একটা অনুরোধ, ঐ ফাউল রিলেটিভ গুলার কথায় কান দিও না একদম! কেন বুঝ না মা? তোমার মেয়ে টা আরও অনেক বড় হতে চায়, সে মনে মনে অনেক বড় হবার সপ্ন দেখেছে, শুধু তোমাদের মেয়ে হয়ে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।