আমাদের কথা খুঁজে নিন

   

৮ ডাকাতের লাইগা সৌদি খারাপ হইয়া গেলো? অথচ সিডরের পর পুরা দুনিয়া যে সাহায্য দিছিলো,সৌদি সরকার একাই তা দিছে। ভুইলা গেলাম?

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। সৌদি খারাপ হইলে পুরো বিশ্বে যে প্রবাসী আছে, তার সমান কেমনে এক সৈদিতেই থাকে? পচ্চিমা বিশ্বের তথাকথিত ঋন নয় বরং দান করা এতো অর্থ কেনো দিলো, তেমন তো কোনো খবরদারী করে না? বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের পর যে কোটি কোটি অর্থ সাহায্য তারা দিয়েছে, তা ভুলে গেলাম। সৌদি সরকারের আইন তো জানাই আছে। এরপরও ক্যান গেলো ডাকাতি করতে, আর ক্যান গেলো মানুষ খুন করতে। অপরাধ যখন করছে তখন শাস্তি পেতেই হব ।

৮ অপরাধীর জন্য বাকি ২০ লাখ লোকের কর্মসংস্থানও হারাতে চান নাকি? আমি ভাই চাইনা। আমার বেশ কিছু আত্নীয়,পরিচিত লোক থাকে। আমি চাইনা কিছু খুনি ডাকাতের লাইগা তারা বিপদে পড়ুক। এমনিতেই বহু কষ্টে আছে। আমার মনে হয় না আমেরিকায় যদি এই মৃত্যুদন্ড হতো, তাহলে এরকম ফালাফালি হতো।

আর সৌদি সরকার তো অপশন দিছিলোই, নিহতের পরিবার মাফ করলে মাফ আর নইলে রফা করতে হবে। কোনটাই করতে পারে নাই। তো আর কি করা। কয়েকটা অপরাধির লাইগ্গা মায়াকান্না কইরা লাভ নাই আমার পোস্ট না বুঝেই অনেকে মন্তব্য করেছেন। সেজন্য আমি দুঃখিত।

আমি তো সৌদিকে ভালো বলিনি। বরং এটাই বলতে চেয়েছি যে, ৮ ডাকাতের জন্য সৌদি খারাপ হলে তাদের ভালো দিকও আছে। এর মানে এই না যে সৌদিকে ভালো বলা হলো। আমি আবারও বলছি, শিরচ্ছেদ করুক আর ফাসি দিক বড় ব্যাপার না। কথা হলো এরা অপরাধ করছে, এদেরকে শাস্তি পেতেই হবে।

এদের জন্য অন্যান্যরা কেনো বিপদে পড়বে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।