আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ির কাঁটা

ঘড়ির কাঁটা ঘুরছে ভারী সময় ধরে ধরে, ব্যস্ততারই নিঠুর-ঘাতে অতীত সরে সরে। বৃত্ত বন্ধী জীবন মাঝে পুরোন সমীকরণ, পুরোনটাকে দূরে ঠেলে করা নতুন বরণ। সোনার ফ্রেমের অতীতগুলো আজ যে ধূলোমাখা, কানায় কানায় র্পূণ জীবন তবু লাগে ফাঁকা! ঘুরছে ভীষণ জীবন চাকা- চলছে জীবনগাঁথা, যান্ত্রিকতার বিরস গ্রাসে চাপা থাকে ব্যথা। এমন করে চলে মোদের অমোঘ জীবনগতি, একলা পথের পথিক যেন পথটা শুধুই সাথী। হাঠাত্‍ কোন বাদলা দিনে মনটা কাঁদে ঐ- বৃষ্টি ঝরে অঝর ধারায়- বন্ধু তোরা কই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।